গত ০৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি শেখ হাসিনার ছবি উন্মোচনের একটি ভিডিও শেখ হাসিনার নাম ব্যবহার করে চালু থাকা একটি ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি শেখ হাসিনার ছবি উন্মোচনের ভিডিও নয় বরং, অন্য একটি ভিডিওকে সম্পাদনা করে শেখ হাসিনার নামে পরিচালিত ভুয়া এই এক্স অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ রাজ পরিবারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির আংশিক মিল রয়েছে৷
উক্ত ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৪ মে রাজা তৃতীয় চার্লস তার রাজ্যাভিষেকের পর প্রথমবার বাকিংহাম প্যালেসে তার অফিসিয়াল প্রতিকৃতি উন্মোচন করেন। ভিডিওটি রাজা তৃতীয় চার্লসের পেছনের ইজেলে রাখা ছবির ফ্রেম, দেয়াল, ভিডিও ফ্রেমের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। তবে উক্ত ভিডিওতে চার্লসের পেছনের ছবির ফ্রেমে তার নিজের প্রতিকৃতি থাকলেও আলোচিত ভিডিওতে তার প্রতিকৃতির পরিবর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত হতে দেখা যায়৷
অর্থাৎ, রাজা তৃতীয় চার্লসের পেছনের ফ্রেমে তার প্রতিকৃতির স্থানে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শেখ হাসিনার ছবি প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। লক্ষ্য করলে দেখা যায়, ফ্রেমে শেখ হাসিনার ছবিটি স্থির নয়; যা ছবিটির সম্পাদনায় অপারদর্শিতার দিকে নির্দেশ করে৷
শেখ হাসিনার নামে ভেরিফাইড হলেও ভুয়া এই ভিডিও প্রচারকারী এক্স অ্যাকাউন্টটি তার নয়। এক্সে বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বর্তমানে কোনো উপস্থিতি নেই বলে আওয়ামী লীগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সুতরাং, শেখ হাসিনার ছবি উন্মোচনের দাবিতে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি উন্মোচনের ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।
তথ্যসূত্র
- The Royal Family: X Post
- Rumor Scanner’s Own Analysis