schema:text
| - সম্প্রতি “মুরুব্বি রাইতের বেলা কোথায় যাচ্ছে হঠাৎ??” শিরোনামে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে এমিরেটস এয়ারলাইন্সের একটি টিকিটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত ছবিতে ২১ অক্টোবর তারিখ উল্লেখ থাকার প্রেক্ষিতে দাবি করা হচ্ছে যে, ওইদিন রাতে হঠাৎ ড. ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে টিকিট কেটেছেন।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ড. ইউনূসের দুবাই যাত্রা নিয়ে প্রচারিত দাবিটি সত্য নয় বরং দাবির সাথে প্রচারিত টিকিটের ছবিটি অনলাইন থেকে সংগৃহীত একটি টিকিটের ছবি সম্পাদনা করে বানানো হয়েছে।
প্রাথমিক পর্যবেক্ষণে আলোচিত টিকিটটির ভাড়া এবং অতিরিক্ত তথ্য (Fare and Additional Information) অংশে দেখা যাচ্ছে, এর মূল্য মালয়েশিয়ান রিংগিতে পরিশোধ করা হয়েছে। সাধারণত, বাংলাদেশ থেকে কাটা টিকিটের মূল্য বাংলাদেশি টাকা বা মার্কিন ডলারে পরিশোধ করা হয়।
পরবর্তীতে টিকিটে থাকা নাম্বারের ভিত্তিতে অনুসন্ধানে আমেরিকান শিক্ষা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট কোর্স হিরোতে একই নাম্বার সম্বলিত টিকিট পাওয়া যায়। দাবিকৃত টিকিট ও অনলাইনে প্রাপ্ত টিকিটটি তুলনা করে দেখা যায়, নাম এবং যাত্রার তারিখ ছাড়া বাকি সকল তথ্যের হুবহু মিল রয়েছে। এছাড়া, দাবিকৃত ছবিতে ভ্রমণ তথ্যের কিছু অংশও মুছে ফেলা হয়েছে।
একই টিকিট পিডিএফকফি নামের আরেকটি ওয়েবসাইটেও পাওয়া যায়।
অর্থাৎ, পূর্বে থেকেই অনলাইনে থাকা একটি টিকিটের ছবি বিকৃত করে ড. ইউনূসের নাম, যাত্রার তারিখ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম যোগ করে প্রচার করা হচ্ছে।
তাছাড়া, সাম্প্রতিক সময়ে ড. ইউনূস দুবাইয়ে যাত্রা করবেন জানিয়ে গণমাধ্যমে বা নির্ভরযোগ্য কোনো সূত্রে তথ্য পাওয়া যায়নি। বরং, আজ ২২ অক্টোবর তিনি ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪’ উপলক্ষ্যে বাণী দিয়েছেন।
সুতরাং, ড. ইউনূস গতকাল ২১ আগস্ট রাতে হঠাৎ দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন দাবিতে প্রচারিত টিকিটের ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Course Hero – Emirates e-tickets example
- Pdfcoffee – Emirates e-tickets example
- Dhaka Post – নিরাপদ সড়ক নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে
|