সম্প্রতি, ‘সেনাপ্রধানের সাথে উপদেষ্টাদের নানা বিষয় নিয়ে বিরোধ হয়েছে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড.ইউনূস সহ বাকি উপদেষ্টারা’ শীর্ষক শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশন এর প্রতিবেদনের ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ),
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৪ লক্ষ ৪২ হাজারের বেশি বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধানের সাথে উপদেষ্টাদের নানা বিষয়ে বিরোধের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা দেশ ছেড়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। বরং সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে গুজবের প্রেক্ষিতে প্রচারিত ইনডিপেনডেন্টের প্রতিবেদনের ভিডিও থেকে ক্লিপ ব্যবহার করে এই অপতথ্য প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টেলিভিশন এর ইউটিউব চ্যানেলে গত ০৯ অক্টোবর ‘রাতভর ‘সরকার বিদায়ের’ গুজব, সকালে উপদেষ্টার স্ট্যাটাস | Asif Mahmud | Interim Government | ITV’ শীর্ষক শিরোনামে প্রচারিত মূল ভিডিওটি পাওয়া যায়।
ভিডিওটিতে ইনডিপেনডেন্ট ডিজিটাল এর সহ-সম্পাদক সুপ্রিয় সিকদার গত ০৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনূস ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রুদ্ধশ্বাস বৈঠক চলছে বলে যে গুজব ছড়িয়ে পড়ে সে বিষয় নিয়ে কথা বলেন এবং ওই গুজব নিয়ে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পোস্ট নিয়েও কথা বলেন। এছাড়াও ভিডিওতে তিনি ছড়িয়ে পড়া সেসব গুজব শনাক্তের প্রসঙ্গে রিউমর স্ক্যানারের দেওয়া তথ্যও উল্লেখ করেন। গত ০৮ অক্টোবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বহুল আলোচিত এই গুজব নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
ইনডিপেনডেন্টের অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আলোচিত দাবিটি করা হয়নি। বরং বিষয়টি যে মিথ্যা বা ভুয়া অপপ্রচার তাই বলা হয়েছে।
সুতরাং, সেনাপ্রধানের সাথে বিরোধের জেরে দেশ ছেড়েছেন ড. ইউনূস এমন তথ্য দিয়েছে ইনডিপেনডেন্ট টিভি শীর্ষক দাবিতে একটি ভিডিও ক্লিপ ইন্টানেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Independent Television: রাতভর ‘সরকার বিদায়ের’ গুজব, সকালে উপদেষ্টার স্ট্যাটাস | Asif Mahmud | Interim Government | ITV
- Rumor Scanner’s Own Analysis