About: http://data.cimple.eu/claim-review/e739aa751f0d5c570fa48bf1af466a6f4e8d6e79cfa5875a4d6ac34c     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি একটি স্থাপনার ছবি কুষ্টিয়া সরকারি কলেজের ড্রোন ভিউ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হতে লক্ষ্য করেছে রিউমর স্ক্যানার টিম। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি কুষ্টিয়া সরকারি কলেজের ড্রোন ভিউয়ের নয়, বরং এটি রাশিয়ার মস্কোর রাউন্ড বা সার্কেল হাউজের ছবি যা তার বিশেষ আকৃতির কারণে বুবলিক নামেও পরিচিত। এ বিষয়ে অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে ভিজ্যুয়াল আর্কাইভ ও তার বিশ্লেষণ ও বর্ণনা বিষয়ক প্ল্যাটফর্ম Senses Atlas প্ল্যাটফর্মে আলোচিত দাবিতে প্রচারিত ছবির একদম কাছাকাছি একটি ছবিসহ “The Round House in Moscow” শিরোনামে উক্ত স্থাপনার বিভিন্ন সময়ে ও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলা একাধিক ছবি পাওয়া যায়। সাথে উক্ত স্থাপনার ইতিহাস সম্পর্কেও একটি নিবন্ধ পাওয়া যায়। নিবন্ধটি পড়ে জানা যায় উক্ত ছবিটি মস্কোর “The Round House” এর। নিবন্ধটি পড়ে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, পূর্ব ইউরোপে গ্রামীণ এলাকা থেকে অনেক মানুষ শহরে চলে আসতে শুরু করে। এই প্রবণতাটি শিল্পায়ন এবং যৌথীকরণের নতুন নীতির ফলস্বরূপ ১৯৩০- এর দশকে শুরু হয়েছিল। এর ফলে সোভিয়েত কর্তৃপক্ষ শহর এলাকাগুলো প্রসারিত করতে এবং বিশাল ভবন তৈরি করতে বাধ্য হয়। এই সময়ে সম্মিলিত বাসস্থান এবং নতুন স্থাপত্য মডেল, খ্রুশ্চভকার উদ্ভব হয়েছিল (নামটি আনঅফিশিয়ালি নিকিতা খ্রুশ্চভ থেকে নেওয়া হয়েছে)। মূলত, গৃহ সংকট সমাধানের জন্য আনুমানিক ২৫ বছর স্থায়ীত্বের অস্থায়ী বাসস্থান হিসাবে এগুলো তৈরি করা হয়েছিল। তবে পরবর্তীতে এদের অনেকগুলোকে স্থায়ী কাঠামো হিসাবে নির্মাণ করা হয়। এক্ষেত্রে, সরলতা এবং কম নির্মাণ খরচকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। সোভিয়েত স্থপতি ইউজিন স্টামো এবং প্রকৌশলী আলেকসান্দ্র মার্কেলভ একত্রে এই ভবনগুলোর জন্য একটি নতুন নকশা প্রস্তাব করেন। পরবর্তীতে ওচাকোভো-মাতভিভস্কো এলাকার একঘেয়েমি ভাঙার জন্য একটি নলাকার অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করা হয়। ১৫৫ মিটার ব্যাসের এই ভবনটিতে ২৬টি প্রবেশদ্বার রয়েছে যার মাধ্যমে ৮ তলার ৯১৩টি অ্যাপার্টমেন্টে পৌঁছানো যায়। তবে, এই প্রকল্পটি আর্থিকভাবে তেমন সফল ছিল না। স্ট্যান্ডার্ড ভবনগুলোর থেকে প্রযুক্তিগতভাবে আলাদা হওয়ায় এটি অনেক বেশি ব্যয়বহুল ছিল এবং নির্মাণেও তুলনামূলক বেশি সময় লেগেছিল। তাছাড়া, অধিকতর অনুসন্ধানে উক্ত স্থাপনার ছবিসহ দ্য মাইন্ড সার্কেল নামের অন্য একটি প্ল্যাটফর্মে একটি নিবন্ধ পাওয়া যায়। উক্ত নিবন্ধটিতেও এই স্থাপনাকে মস্কোর বুবলিক বা সার্কুলার অ্যাপার্টমেন্ট বিল্ডিং দাবি করা হয়। জানা যায়, আবাসন সমস্যার সমাধান করতে সোভিয়েত কর্তৃপক্ষ এই বিশাল ভবনগুলো নির্মাণ করতে শুরু করে এবং তাদের মধ্যে একটি ছিল নলাকার অ্যাপার্টমেন্ট ভবন যা সোভিয়েত স্থপতি ইউজিন স্টামো এবং প্রকৌশলী আলেকজান্ডার মার্কেলভ দ্বারা নির্মিত হয়। এই বিশাল ভবনটিতে ৯১৩টি অ্যাপার্টমেন্ট রয়েছে এবং স্থপতিদের দাবি অনুসারে, ১৯৮০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আগে আরও পাঁচটি একই রকম ভবন তৈরি হওয়ার কথা ছিল। সোভিয়েত বাসস্থান কঠোরভাবে বাস্তবতা এবং সাশ্রয়ীতা ভিত্তিক ছিল কিন্তু দেখা যায় যে এই ভবনগুলো রক্ষণাবেক্ষণ করা ব্যয়বহুল, তাই পুরো প্রকল্পটি পরিত্যক্ত করা হয় এবং বর্তমানে কেবল দুইটি ভবন দাঁড়িয়ে আছে। উল্লেখ্য, ১৯৮০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক তৎকালীন সোভিয়েত ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া, প্ল্যানেট মাইনক্রাফট নামের অন্য আরেকটি প্ল্যাটফর্মে উক্ত স্থাপনার ছবিসহ একটি নিবন্ধ পাওয়া যায়। নিবন্ধটিতেও স্থাপনাটিকে রাইন্ড হাউস বা মস্কো ব্যাগেল নামে অভিহিত করা হয়। তাছাড়া উক্ত নিবন্ধটি পড়ে জানা যায়, স্থপতিদের আইডিয়া অনুযায়ী, ১৯৮০ সালের অলিম্পিকের আগের সময়ে, অলিম্পিকের পাঁচটি রিংয়ের প্রতীক হিসেবে মস্কোতে অন্তত ৫টি এমন স্থাপনা তৈরি হওয়ার কথা ছিল। এমনকি পুরো মস্কোকে এই ধরনের বাড়ি দিয়ে তৈরি করার পরিকল্পনাও করা হয়েছিল। তবে, শেষ পর্যন্ত এই পরিকল্পনাটি পরিত্যক্ত করা হয়। কারণ, সোভিয়েত গৃহনির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হল ব্যবহারিকতা এবং সাশ্রয়ীতা নিশ্চিত করা। গোলাকার বাড়িগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল, বড় এবং সম্পূর্ণ অস্বস্তিকর। তাছাড়া উক্ত নিবন্ধটি পড়ে, উক্ত স্থাপনায় একাধিক চলচ্চিত্র চিত্রায়িত হওয়া এবং জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের বসবাসের বিষয়েও জানা যায়। তাছাড়া, সংস্কৃতি, ইতিহাস, বিনোদন, ইভেন্টসহ নানা বিষয় নিয়ে তথ্য প্রচার করা অন্য আরেকটি প্ল্যাটফর্ম Slavorum এ উক্ত স্থাপনার ভিন্ন কোণ থেকে তুলা ছবিসহ এই বিষয়ে উপরোল্লিখিত তথ্যসহ আরেকটি নিবন্ধ পাওয়া যায়। মূলত, সম্প্রতি একটি স্থাপনার ছবি কুষ্টিয়া সরকারি কলেজের ড্রোন ভিউ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রকৃতপক্ষে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি কুষ্টিয়া সরকারি কলেজের নয়। প্রকৃতপক্ষে এটি রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) মস্কোতে অবস্থিত সার্কেল হাউজ বা রাউন্ড হাউজ যা তার বিশেষ আকারের কারণে বুবলিক নামেও পরিচিত। মূলত আবাসন সমস্যার সমাধান করতে সোভিয়েত ইউনিয়ন ১৯৮০ অলিম্পিকের আগে এমন একাধিক স্থাপনা বানানোর সিদ্ধান্ত গ্রহণ করে তবে পরবর্তীতে রক্ষণাবেক্ষণের খরচ, বাড়তি সময় ও অস্বস্তিকর অভিজ্ঞতার কারণে প্রকল্পটি পরিত্যক্ত করা হয়। সুতরাং, রাশিয়ার মস্কোর রাউন্ড হাউজ এর ছবিকে কুষ্টিয়া সরকারি কলেজের ড্রোন ভিউ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। তথ্যসূত্র - Senses Atlas – The Round House in Moscow - The Mind Circle – Bublik – Circular Apartment Building In Moscow Is The Pinnacle Of Brutalism - Olympics – Olympic Games Moscow 1980 - Planet Minecraft – Round house or “Moscow bagel” - Slavorum – Bublik – Circular Apartment Building in Moscow is The Pinnacle of Brutalism Soviet era brutalism has produced some giant structures that last to this day - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software