About: http://data.cimple.eu/claim-review/eaa49317ce882cd0ae513aa01559b8bd012d9bea0b05c10e8e130a6c     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • নাগপুরে দীর্ঘতম ডাবল ডেকার সেতু বিশ্ব রেকর্ড গড়ল? দাবি বিভ্রান্তিকর বুম দেখে নাগপুরের মেট্রো সেতুর গঠন শৈলী অনুযায়ী সারা বিশ্বে দীর্ঘতম বলা বিভ্রান্তিকর। শাংসাকরণ সংস্থার বয়ান স্পষ্ট নয়। সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে নাগপুরে (Nagpur Metro) মেট্রো রেল প্রকল্পে নির্মিত দ্বিতল (ডবল ডেকার) (double decker) দীর্ঘতম (longest) সেতু (viaduct) নির্মাণের জন্য বিশ্ব (world records) রেকর্ড গড়েছে ভারত (India)। বুম দেখে নাগপুরের মেট্রো সেতুটি বিশ্বের দীর্ঘতম বহুতল সেতু এই দাবি বিভ্রান্তিকর। সেতুর গঠন কৌশল অনুযায়ী দীর্ঘতম তকমায় শাংসাকরণ সংস্থাগুলির বয়ান স্পষ্ট নয়। গ্রাফিক পোস্টটিতে নাগপুরের মেট্রো প্রকল্পের ছবি শেয়ার করে লেখা হয়েছে, "নাগপুরে দীর্ঘতম ডাবল ডেকার সেতু নির্মানের বিশ্ব রেকর্ড গড়ল ভারত।" পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, "পদ্মা সেতু তো অনেক ভাইরাল হলো, এবার এটাও ভাইরাল হোক।" ফেসবুক পোস্টটি দেখুন এখানে। তথ্য যাচাই বুম ছবিটিকে রিভার্স সার্চ করে নাগপুর মেট্রো রেল প্রকল্পের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে ছবিটি খুঁজে পায়। ১০ জুলাই ২০২২ নাগপুর মেট্রো রেলের তরফে টুইট করে লেখা হয়, মহা (মহারাষ্ট্র) মেট্রোকে এশিয়ার দীর্ঘতম বহুতল সেতু (multi-layer viaduct) নির্মানের জন্য সম্মানীয় এশিয়া বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস শংসাপত্র প্রদান করা হবে। মহা মেট্রো ও ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ যুগ্মভাবে এই প্রকল্প বাস্তবায়িত করেছে। মহা মেট্রো ও ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বহুতল সেতুতে থাকা সবচেয়ে বেশি সংখ্যার রেল স্টেশন নির্মাণের জন্য সংবর্ধনা দেওয়া হবে। মেট্রো রেলের টুইটটি আর্কাইভ করা আছে এখানে। ১১ জুলাই, ২০২২ নাগপুর মেট্রোর নিজস্ব ইউটিউব চ্যানেলেও প্রকাশিত ভিডিওর শিরোনামে একই বিভাগে রেকর্ড গড়ার কথা উল্লেখ করা হয়েছে। ১ মিনিট ৪৯ সেকেন্ড সময়ে ঘোষক তিনটি রেকর্ডের কথা উল্লেখ করেন। ১. এশিয়ায় একক স্তম্ভের উপরে নির্মিত সবচেয়ে দীর্ঘ ডবল ভায়াডাক্ট (৩.১৪ কিমি)। ২. বহুতল সেতুতে সবথেকে বেশি নির্মিত রেল স্টেশন (৩ টি)। বিষয়টি নিয়ে এনডিটিভিতে ১১ জুলাই, ২০২২ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ীর থেকে এশিয়া বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক রেকর্ডস এর শংসাপত্র গ্রহণ করে মহারাষ্ট্রের মহা মেট্রো ও ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এশিয়ার মধ্যে দীর্ঘ বহুতল সেতু নির্মানের জন্যই এই পুরস্কার পেয়েছে মহা মেট্রো ও ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ওয়ার্ধা রোডের ওপর ৩.১৪ কিলোমিটার দীর্ঘ দ্বিতল ভায়াডাক্টে (সেতু) মেট্রো রেলপথ ও সড়কপথ রয়েছে যুগ্মভাবে। এই উড়ালপুল দাঁড়িয়ে রয়েছে একক স্তম্ভের উপরে, যা ইন্ডিয়া বুক ইন্ডিয়া বুক রেকর্ডস ও এশিয়া বুক রেকর্ডস নথিভুক্ত করেছে দীর্ঘতম হিসেবে। এই ডবল-ডেকার ভায়া ডাক্টে সবচেয়ে বেশি তিনটি, ছত্রপতি নগর, উজ্বল নগর ও জয়প্রকাশ নগর মেট্রো রেল স্টেশন নির্মিত হয়েছে জানায় এশিয়া বুক অফ রেকর্ডস। প্রেস ইনফর্মেশন ব্যুরোর ১০ জুলাই প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতেতে উল্লেখ করা হয়েছে এশিয়ায় রেকর্ড গড়ার কথায়। যদিও এই রেকর্ড সারা বিশ্বের নিরখে কিনা সে কথা স্পষ্ট করে উল্লেখ নেই ইন্ডিয়া বুক রেকর্ডস ও এশিয়া বুক রেকর্ডস এর ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রতিবেদন আর্কাইভ করা আছে এখানে, এখানে ও এখানে। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের ফলকেও এশিয়াতে রেকর্ড করার কথাটিই উল্লেখ করা হয়েছে। সারা বিশ্বের রেকর্ডের বিষয়টি উল্লেখ নেই। নাগপুরের সেতুটি একক স্তম্ভের উপর অবস্থিত বিশ্বের দীর্ঘতম বহুতল (ডবল ডেকার) ভায়াডাক্ট (সেতু) এই দাবি বুমের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এশিয়া বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ছাড়া অন্য কোনও বিশ্বমানের সংস্থা এই শিরোপা শাংসায়িত করেছে কিনা এই দাবিও স্পষ্ট নয়। গিনেস ওয়ার্লড রেকর্ডে ও অন্যান্য বিশ্বমানের ওয়েবসাইটেও এই সম্পর্কে কোনও তথ্য নেই। ভায়াডাক্ট কি? ব্রিটানিকার তথ্য অনুযায়ী 'ভায়াডাক্ট' হল দীর্ঘাকার সেতু যা আর্চের মাধ্যমে বা সমতলিক ভাবে যুক্ত। ভায়াডাক্ট সাধারণত জলের উপরে, সমতলে বা উপত্যকায় রাস্তা বা রেলপথ নির্মাণের জন্য তৈরি করা হয়। সেতুতে দ্বিতল কিংবা বহুতল থাকলে তাকে ডবল-ডেক ভায়াডাক্ট বা মাল্টিপেল লেবেল ভায়া-ডাক্ট বলে। অন্যান্য দীর্ঘ ডবল ভায়াডাক্ট ভারতের সবচেয়ে দীর্ঘ দ্বিস্তরের ভায়াডাক্ট সেতু হল ৪.৯ কিলোমিটার দীর্ঘ অসমের ব্রহ্মপুত্র নদের উপর বগিবিল সেতু, যা এশিয়ার মধ্যে দ্বিতীয় দীর্ঘতম ওয়েলডেড সেতু। নীচের তলে রেল ও উপরের তলে সড়ক পথ। এই সেতুতে অবশ্য দুটি করে স্তম্ভ রয়েছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ডবল ডেক সাসপেনশন সেতু রয়েছে চিনের ইউহানের ইয়াংশিকিয়াং ইয়াংজে নদীতে ৪.১৩ কিমি দীর্ঘ। উভয় তলেই অবশ্য সড়ক পথ। মূল ব্রিজটির স্প্যান ১,৭০০ মিটার। চিনের ইয়াংজে (Nanjing Yangtze River Bridge) প্রথম নানজিং সেতুতে একক স্তম্ভ রয়েছে। যার নিচের তলে রেলপথ ও উপরের তলে সড়ক পথ। ১৯৬৮ সালে নির্মিত এই সেতুতে যান চলাচল শুরু হয়। গিনেস ওয়ার্লড রেকর্ডসের তথ্য অনুযায়ী, লম্বা এক তলা স্প্যানের দীর্ঘ সেতু হল জাপানের কোবের পার্ল সেতু। ১.৯ কিমি দীর্ঘ। ভারতের অন্যান্য নির্মীয়মান ডবলডাক্ট বেঙ্গালুরুতে ৩.৩৫ কিমি দীর্ঘ রাগীগুডা ও সেন্ট্রাল সিল্ক রোডের মধ্যবর্তী মারেনাহারি রাস্তার উপর দিয়ে দ্বিস্তরের ভায়াডাক্টের নির্মান কাজ শেষ হওয়ার কথা ছিল এবছরের জুন মাসে। ৩.৫ কিলোমিটার দীর্ঘ দ্বিতল ভায়াডাক্ট উড়ালপুলের নির্মানকাজ ২০২৪ সাল নাগাদ শেষ হওয়ার কথা বিহারের সরন জেলার ছাপড়া শহরে। আরও পড়ুন: ভিন্ন ভিডিও ছড়াল মুম্বইয়ের বান্দ্রায় মহিলাদের সমুদ্রে ভেসে যওয়া বলে
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software