schema:text
| - সম্প্রতি, ‘সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা’ শীর্ষক থাম্বনেইল এবং ‘নিজ বাসা থেকে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা’ ক্যাপশনে উল্লেখপূর্বক একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুমিন ফারহানা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হননি বরং, অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল এবং ক্যাপশন ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর শুরুতেই রুমিন ফারহানা তাকে গালাগালি ও হুমকি দেওয়ার বিষয়ে কথা বলছেন, এমন একটি ভিডিও এবং একটি বাড়ির ভেতরে রুমিন ফারহানা আতঙ্কিত হয়ে বাড়ির অবস্থা জানাচ্ছেন, এমন একটি ভিডিও ক্লিপ দেখিয়ে উপস্থাপক কোনো তথ্য প্রমাণ ছাড়াই নিজ বাসা থেকে রুমিন ফারহানাকে গ্রেপ্তার করে ডিবি হেফাজাতে নেওয়া হয়েছে বলে দাবি করেন এবং রাতভর আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়ি ঘিরে রেখে গভীর রাতে সরাসরি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়।
ভিডিও যাচাই ০১
সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট ‘পথেই থাকবো, আমি পরোয়া করি না: রুমিন ফারহানা | Rumeen Farhana| BNP | Quota Andolon | Somoy TV’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর একটি অংশের মিল পাওয়া যায়।
ভিডিওতে রুমিন ফারহানা তাকে বিশ্রী ভাষায় গালি দিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ করেন।
ভিডিও যাচাই ০২
চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট ‘রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ | Rumeen Farhana | Quota Movement | Channel 24’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি অংশের সাদৃশ্য লক্ষ্য করা যায়।
এই ভিডিওতে রুমিন ফারহানা তাকে ভয়-ভীতি প্রদর্শন করেছেন বলে দাবি করেন।
সংবাদ মাধ্যম (১, ২) থেকে জানা যায়, ০৩ আগস্ট দিবাগত রাতে একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ করেন রুমিন ফারহানা।
এছাড়া, রুমিন ফারহানা গ্রেপ্তার হওয়ার কোনো তথ্য মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। রাজনীতিতে রুমিন ফারহানা পরিচিত মুখ। তাই স্বাভাবিকভাবে এমন কিছু ঘটলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার করার কথা। কিন্তু গণমাধ্যমে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, নিজ বাসা থেকে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- SOMOY TV: পথেই থাকবো, আমি পরোয়া করি না: রুমিন ফারহানা | Rumeen Farhana| BNP | Quota Andolon | Somoy TV
- Channel 24: রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ | Rumeen Farhana | Quota Movement | Channel 24
- বাংলা ট্রিবিউন: বিএনপিনেত্রী রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ
- যুগান্তর: ঢাকায় রুমিন ফারহানাসহ বিএনপি নেতাদের বাসায় হামলার অভিযোগ
- Rumor Scanner’s Own Analysis
|