সম্প্রতি, ভারতীয় অভিনেতা সালমান খানের হাতে বাংলাদেশের প্রয়াত অভিনেতা সালমান শাহ’র একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় অভিনেতা সালমান খানের হাতে বাংলাদেশের প্রয়াত অভিনেতা সালমান শাহ’র ছবিটি সঠিক নয় বরং ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, Pameli Kayal নামের একটি ইন্সটাগ্রাম আইডিতে ০৪ ডিসেম্বর ২০১৭ সালে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায় যেখানে সালমান খানের অফিশিয়াল ইন্সটাগ্রাম আইডি মেনশন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি।
মূলত, পামেলী কায়াল একজন চিত্রশিল্পী এবং তার ইন্সটাগ্রাম আইডিতে এই ধরণের আরো অনেক পেন্সিল স্কেচের অস্তিত্ব রয়েছে। এছাড়া তার আইডির হাইলাইটসেও ছবিটি প্রকাশ করা হয়েছিলো যেখানে পামেলীর স্বাক্ষর দৃশ্যমান। তবে সালমান শাহ এর স্কেচটি কোন শিল্পী তৈরি করেছেন সেই সম্পর্কে কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, পূর্বেও ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।