schema:text
| - সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমন্বয়ক সারজিস আলম বিচারক নিয়োগ দিচ্ছেন দাবি করে এক সভায় সারজিসের সামনে মনসুর আলম নামের এক বিচারপতির দাঁড়িয়ে কথা বলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে, নিয়োগের আগে সারজিস আলমের কাছে ইন্টারভিউ দিয়েছেন এই বিচারপতি।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলমের উপস্থিতিতে বিচারপতি মোঃ মনসুর আলমের দাঁড়িয়ে কথা বলার দৃশ্যটি বিচারপতি নিয়োগের ইন্টারভিউয়ের নয় বরং, ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময়কার দৃশ্য এটি।
অনুসন্ধানে গত ২৯ সেপ্টেম্বর “পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা” নামক একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত একটি ছবির সাথে আলোচিত ছবিটির হুবহু মিল রয়েছে।
উক্ত পোস্ট থেকে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ঢাকায় বসবাসরত পঞ্চগড় জেলার বিভিন্ন পেশার মানুষ। মতবিনিময় সভায় পঞ্চগড় জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভাটিতে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সন্তান বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।
ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক এড. আহসান হাবিব সরকার বলেন, এটি আসলে গুজব। সেইদিন আমাদের ঢাকায় বসবাসরত পঞ্চগড় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে একটি মতবিনিময় সভা হয়েছিল। সেখানে সবাই দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন। মোঃ মনসুর আলম ভাইও সেভাবেই বক্তব্য দিয়েছেন। কিন্তু পরবর্তীতে বক্তব্য দেওয়ার একটি ছবিকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে।
ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতি সাধারণ সম্পাদক ড. আব্দুর রহমান বলেন, এটি গুজব। আমরা ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছি। এটি কোনো ইন্টারভিউ ছিল না, একটি মতবিনিময় সভা ছিলো।
উল্লেখ্য, গত ০৮ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে ২৩ জনকে নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে পঞ্চগড়ের সন্তান মোঃ মনসুর আলমও রয়েছেন।
সুতরাং, ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির মত বিনিময় সভারদৃশ্যকে সারজিস কর্তৃক বিচারপতি নিয়োগের ইন্টারভিউ নেওয়ার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা- Facebook Post
- Adv. Ahosan Habib Sarkar- Statement
- Dr. Abdur Rahman- Statement
- Rumor Scanner’s Own Analysis
|