গত ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন রাষ্ট্রপতি।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বা বিজয় দিবসে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার নয়। বরং, প্রায় ২ বছর পূর্বে ২০২৩ সালের মে মাসে পাবনায় নাগরিক সমাজের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে সংবর্ধনা অনুষ্ঠানের দৃশ্যের।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার গণমাধ্যম মাছরাঙা নিউজের ইউটিউব চ্যানেলে “সরাসরি পাবনায় নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান” শীর্ষক শিরোনামে ২০২৩ সালের ১৬ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়।
উক্ত ভিডিওটির ২ ঘন্টা ৫৪ মিনিট পরবর্তী সময়ের দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মাছরাঙা চ্যানেলের লোগোসহ হুবহু সাদৃশ্য পাওয়া যায়, যা প্রমাণ করে দাবিকৃত ভিডিওটি মাছরাঙা নিউজের ইউটিউব চ্যানেলে প্রচারিত ওই ভিডিওটি থেকে নেওয়া হয়েছে।
এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জানা যায়, ২০২৩ সালের ১৬ মে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
সুতরাং, প্রায় ২ বছর পুরোনো একটি সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সম্প্রতি বিজয় দিবসের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Maasranga News – সরাসরি পাবনায় নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান
- Bangladesh Sangbad Sangstha – রাষ্ট্রপতি চার দিনের সফরে আগামীকাল নিজ জেলা পাবনায় যাচ্ছেন
- Rumor Scanner’s analysis