গত ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে পূজাকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুরসূহ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পূজামণ্ডপে মাইক বাজানোর কারণে শিবিরের নেতা-কর্মীরা মণ্ডপে প্রবেশ করে হট্টগোল করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পূজামণ্ডপে মাইক বাজানো নিয়ে মসজিদে নামাজ পড়তে সমস্যা হওয়ার অভিযোগ সংক্রান্ত বাকবিতণ্ডার ভিডিওটি বাংলাদেশের নয় বরং এটি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের অষ্টমী ও নবমী পূজায় বাকবিতণ্ডার ভিডিও।
ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম India TV এর ওয়েবসাইটে আজকে (১২ অক্টোবর) “कोलकाता के दुर्गापूजा पंडाल में उपद्रवियों ने मचाया उत्पात, पूजा रोकने और मूर्ति तोड़ने की दी धमकी” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি দৃশ্যের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, এটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা কেন্দ্রিক বাগবিতণ্ডার ঘটনা।
উক্ত ঘটনা সম্পর্কে আরও অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম India Today এর ওয়েবসাইটে গতকাল ১১ অক্টোবর “Dispute between 2 groups over music at Kolkata Durga Puja pandal, case filed” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (১১ অক্টোবর) কলকাতার নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের অষ্টমী ও নবমী পূজার সময় গান বাজানোর কারণে জুমার নামাজে বিঘ্ন ঘটছে বলে কয়েকজন মুসলিম তরুণ আপত্তি তোলে। এরপর পূজা কমিটির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে এই বিষয়ে নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাব পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেয়।
সুতরাং, ভারতের কলকাতার নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পূজামণ্ডপের ঘটনাকে বাংলাদেশের পূজা মণ্ডপে মাইক বাজানোর কারণে মণ্ডপের ভেতর ঢুকে শিবিরের নেতা-কর্মীদের হট্টগোলের ঘটনা বলে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।