schema:text
| - সম্প্রতি “বাংলাদেশে বিজয়া দশমী উদযাপন শেষে বাড়ি ফেরার পথে দুই হিন্দু তরুণীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে” দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই দাবি ঘিরে অধিকাংশ পোস্ট ভারতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে।
উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিবিজয়া দশমী উদযাপন শেষে বাড়ি ফেরার পথে দুই হিন্দু তরুণীকে নৃশংসভাবে হত্যার দাবিটি সত্য নয় বরং বাড়ি ফেরার পর বিষাক্ত মদপানের কারণে তাদের মৃত্যু ঘটে।
দাবিটির সাথে প্রচারিত দুজন তরুণীর ছবির সূত্রে গত ১২ অক্টোবর মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ফরিদপুরে পূজার মণ্ডপ থেকে ফিরে দুই তরুণী অসুস্থ হয়ে পড়ার পর তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় এবং অপরজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন। মৃত দুই তরুণী হলেন পূজা বিশ্বাস (২০) এবং রত্না সাহা (২২), যারা ফরিদপুরের রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে বান্ধবী এবং একই ভাড়া বাসায় থাকতেন।
পূজা বিশ্বাসের মাসি (খালা) বিথি বিশ্বাস জানিয়েছেন, পূজা ও রত্না রাত সাড়ে ১০টার দিকে পূজার মণ্ডপ থেকে ফিরে। রাত ১টার দিকে তারা অসুস্থ হয়ে বমি করতে থাকেন। তখন জানায়, তারা মদ পান করেছিলেন। রাতে তাদের প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান চিকিৎসকদের বরাতে জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে। লাশ দুটি সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন গণমাধ্যমকে বলেন, অ্যালকোহল পানে সাধারণত কেউ মারা যায়না। তবে, হয়তো বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। আমরা কয়েকদিন আগেও অভিযান চালিয়ে এরকম ভেজাল অ্যালকোহল জাতীয় মদ জব্দ করেছি। গ্রেপ্তার করেছিলাম একটি চক্রকে।
সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে নিহত দুই তরুণীর মৃত্যুসনদ ও ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদন অনুযায়ী, নিহত পূজা বিশ্বাস ভোর ৪টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন এবং রত্না সাহাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। উভয়ের মৃত্যুর কারণ হিসেবে মদের বিষক্রিয়া (Alcohol poisoning) উল্লেখ করা হয়েছে।
এছাড়া, নিহতদের পরিবার কিংবা বাংলাদেশের কোনো হিন্দু ধর্মীয় সংগঠনও তাদের হত্যার অভিযোগ বা দাবি তোলেনি।সুতরাং, বিষাক্ত মদপানের কারণে ফরিদপুরে দুই হিন্দু তরুণীর মৃত্যুর ঘটনাকে বিজয়া দশমী উদযাপন শেষে বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ড হিসেবে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rumor Scanner’s investigation.
- Ajker Patrika – মণ্ডপ থেকে ফিরে বমি, হাসপাতালে নেওয়ার পর ২ তরুণীর মৃত্যু
- Inqilab – ফরিদপুরে বিষাক্ত মদ পানে মৃত্যুর ঠিকানা খুঁজে নিলেন দুই কলেজ ছাত্রী (পর্ব-১)
|