schema:text
| - গত ২৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’-এর ধারা ১৮ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ কে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ “ছাত্রদলের কোনো জায়গা নেই বাংলাদেশে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানিয়ে দলটির আর বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসনের সুযোগ নেই বলে মন্তব্য করেন। এই মন্তব্য করতে গিয়ে তিনি প্রথমে ভুলবশত ছাত্রদলের নাম উচ্চারণ করেন এবং সাথে সাথেই তা শুধরে ছাত্রলীগের নাম বলেন। প্রকৃতপক্ষে হাসনাত আবদুল্লাহর সেই বক্তব্যের ভিডিও থেকে ছাত্রলীগ শব্দটি কাট করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম নিউজ২৪ এর ফেসবুক পেজে গত ২৩ অক্টোবর “রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কথা বলছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ | শহীদ মিনার থেকে সরাসরি | News24” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।
ভিডিওটির ১৫ মিনিট থেকে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনাযায়, “আপনারা জানেন আজকে আমাদের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কিছু প্রেতাত্মা মিছিল করেছে। অন্তর্বর্তী সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা এর আগে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলাম, তার আর মাত্র একদিন বাকি আছে। এই সময়ের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।
হাসনাত বলেন, শিক্ষার্থীদের বলবো, আমরা গণঅভ্যুত্থানের যে শক্তি রয়েছি আমরা ছাত্রলীগের প্রশ্নে আপসহীন। গত ১৬ বছর ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগ যেভাবে নৃশংসতা চালিয়েছে, সেখানে ছাত্রলীগের আর ন্যূনতম পুনর্বাসনের সুযোগ নেই এবং একটি জঙ্গি সংগঠন হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য যত ধরনের কম্পোনেন্টস প্রয়োজন তা সবগুলো ছাত্রলীগের মধ্যে রয়েছে। সুতরাং আমরা অনলাইনে ছাত্রলীগের ক্লাউড ক্যাম্পেইন দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় তারা মিছিল নিয়ে বের হচ্ছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, ছাত্রলীগকে এই জঙ্গি সংগঠনকে আপনারা গণঅভ্যুত্থানের শক্তিতে ৫ আগস্টের পূর্বে যেভাবে দমন করেছিলেন ঠিক একইভাবে দমন করবেন।
ভিডিওটির ১৬ মিনিট ২৫ সেকেন্ডে হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলবো নৈতিক জায়গা থেকে ছাত্রদলের! ছাত্রলীগের আর বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসনের সুযোগ নেই।”
অর্থাৎ, হাসনাত আবদুল্লাহ তার বক্তব্য “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলবো নৈতিক জায়গা থেকে ছাত্রলীগের আর বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসনের সুযোগ নেই।” শীর্ষক লাইনে ছাত্রলীগের বলার আগে ভুলবশত ‘ছাত্রদলের’ নাম বলে ফেলেছিলেন। পরবর্তীতে তিনি শুধরে নিয়ে ছাত্রলীগের নাম উল্লেখ করেন। যা হাসনাত আবদুল্লাহর পুরো বক্তব্য থেকে স্পষ্ট।
আলোচিত ভিডিওতে হাসনাত আবদুল্লাহর বক্তব্য থেকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ছাত্রলীগ শব্দটি বাদ দিয়ে ভুল করে বলা ছাত্রদলের অংশটুকু রেখে প্রচার করা হয়েছে।
সুতরাং, হাসনাত আবদুল্লাহ “ছাত্রদলের কোনো জায়গা নেই বাংলাদেশে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- News24 – রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কথা বলছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ | শহীদ মিনার থেকে সরাসরি | News24
- Rumor Scanners Own Analysis
|