Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: বাংলাদেশের নির্বাচনের পর শহর জুড়ে ভয়াবহ অশান্তি শুরু হয়েছে, রাস্তায় রাস্তায় অগ্নিসংযোগ ঘটানো হচ্ছে
Fact: গতবছরে বাংলাদেশে বিরোধীদল বিনপির দলের অশান্তির ভিডিও বর্তমানে ফেসবুকে ছড়িয়েছে
সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে এবং পঞ্চমবারের মতো সরকার গড়তে চলেছে মুজিবুর কন্যা শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং এই নির্বাচনের আবহে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে ‘ঢাকাবাসী কেউ ঘর থেকে বের হবেন না ঢাকার অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি খারাপ’।
ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়ানো অটোরিক্সা, গাড়িতে যথেচ্ছ ভাবে আগুন লাগানো হচ্ছে, রাস্তায় রাস্তায় জ্বলছে আগুন। এর সাথে একদল মানুষ হাতে ব্যানার ও মশাল নিয়ে নিয়ে খালেদা জিয়ার নাম নিয়ে স্লোগান দিচ্ছে। যদিও আমরা স্পষ্ট করে বুঝতে পারিনি স্লোগানের সমস্ত কথা।
বাংলাদেশের নির্বাচনের আবহে শহরের বুকে অশান্তির পুরোনো ভিডিও ভুল দাবি নিয়ে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওর সত্যতা জানতে আমরা প্রথমে গুগলে কীওয়ার্ড দ্বারা প্রয়োগ করে আমাদের অনুসন্ধান শুরু করি। এই পর্যায়ে আমরা প্রথম আলোর ২৭শে নভেম্বর ২০২৩এর রিপোর্ট পাই যেখানে ফেসবুকে ভাইরাল ভিডিওটিও রয়েছে। রিপোর্টে বলা হয়েছে সিলেটের সুবিদবাজার এলাকায় খালেদা জিয়ার সমর্থকগণ মশাল নিয়ে অবরোধ মিছিল বের করে। সিএনজি চালিত অটো রিক্সা, অ্যাম্বুলেন্সে আগুন জ্বালিয়ে দেয় মিছিলকারীরা।
এই সূত্র ধরে গুগলে অনুসন্ধান করার সময় আমরা খোঁজার সময় সিলেট মিরর পত্রিকার ২৭শে নভেম্বর ২০২৩ এর প্রতিবেদন পাই। ২৬শে নভেম্বর বিনপি সমর্থকরা মশাল হাতে অবরোধ মিছিল করতে করতে সিলেট নগরীতে পৌঁছে অগ্নিসংযোগ করে এবং সাথে চলে ব্যাপক ভাঙ্গচুর। পরিস্থিতি বিপর্যস্ত দেখে আশপাশের সমস্ত দোকান তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়। যদিও এই অবোরোধ মিছিল কি কারণে শুরু হয়েছে তা অজানা।
ফেসবুকে বাংলাদেশের নির্বাচনের আবহে শহরের বুকে অশান্তির পুরোনো ভিডিও ভুল দাবি নিয়ে ভাইরাল হলো। গতবছর নভেম্বর মাসের বিনপির ডাকা অবরোধ মিছিলের ভিডিও জাতীয় নির্বাচনের আবহে ছড়িয়েছে।
Sources
Report published by Prothom Alo, 26 Nov 2023
Report published by Dailysylhetmirror, 27 Nov 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
February 11, 2025
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 31, 2025