schema:text
| - গত জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আন্দোলন শুরু হয়। আন্দোলন শুরুর দিকে অহিংস হলেও সরকারের পক্ষ থেকে আন্দোলনে বাঁধা দেওয়ায় ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয় এবং এক পর্যায়ে গত ০৫ আগস্ট তারিখে আওয়ামীলীগ সরকারের পতনের মাধ্যমে আন্দোলনটির সমাপ্তি ঘটে। আন্দোলনটিতে ছাত্র-জনতা, পুলিশসহ অসংখ্য ব্যক্তির মৃত্যু ঘটে। এরই প্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, জুলাই-আগস্টে হওয়া উক্ত আন্দোলনে নিহত পুলিশের সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশের সদর দপ্তর প্রকাশ করেনি।
উক্ত দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিটি পরবর্তীতে নানা ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট থেকেও প্রচার করা হয়৷ এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুলাই-আগস্টে হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত হওয়া পুলিশের সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দপ্তর প্রকাশ করেনি শীর্ষক দাবিটি সঠিক নয়৷ প্রকৃতপক্ষে গত ১৮ আগস্ট তারিখেই নিহত পুলিশ সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির ওয়েবসাইটে “আন্দোলন চলাকালে নিহত পুলিশের তালিকা প্রকাশ” শিরোনামে গত ১৮ আগস্ট তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৮ আগস্ট নিহত পুলিশ সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। তালিকা থেকে দেখা গেছে, গত ২০ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে ৪৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ৫ আগস্ট সর্বোচ্চ ২৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পদমর্যাদা হিসেবে সবচেয়ে বেশি ২১ কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া ১১ জন উপপরিদর্শক, ৮ জন সহকারী উপপরিদর্শক ৮, ৩ জন পরিদর্শক ও একজন নায়েক নিহত হয়েছেন।
এ বিষয়ে একাধিক গণমাধ্যমে (১,২,৩) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, গত জুলাই-আগস্টে হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত হওয়া পুলিশের সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দপ্তর প্রকাশ করেনি শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Ekattor – আন্দোলন চলাকালে নিহত পুলিশের তালিকা প্রকাশ
- The Daily Star – আন্দোলন চলাকালে ৪৪ পুলিশ নিহত, ৫ আগস্ট সর্বোচ্চ ২৫ জন
- Rumor Scanner’s own analysis
|