সম্প্রতি, তিন মাসে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ২৭ হাজার হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করা হয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তিন মাসে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ২৭ হাজার হিন্দু ধর্মাবলম্বী নিহত হননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, ৩ মাসে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ হাজার হিন্দুকে খুন করেঢ়ে এ দাবিটি ‘Akshit Singh’ নামক একটি ভারতীয় এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রথম ১১ নভেম্বর পোস্ট করা হয়। যা এখন পর্যন্ত ১ হাজারের বেশি রিপোস্ট এবং ৩ হাজারের বেশি লাইক পেয়েছে। Akshit Singh এর আগে ২৭০০০ সংখ্যার এমন কোনো দাবি পাওয়া যায় না। তবে এর আগে আগস্টে বাংলাদেশে ৪ দিনে প্রায় ১৪ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছে এমন বানোয়াট ও মিথ্যা দাবির পোস্ট পাওয়া যায়। তবে সেসময় এসব দাবিতে সেনাবাহিনীকে জড়ানো হয়নি। Akshit Singh নামের এই এক্স অ্যাকাউন্টই বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে সেনাবাহিনীর ২৭০০০ জন হিন্দু নিহতের এ দাবি করেছে। তবে রিউমর স্ক্যানার অনুসন্ধানে এ দাবিটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা হিসেবে নিশ্চিত হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে সারা দেশে গত ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ৯ জন ঘটেছে বলে দাবি করেন। তবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ৯ জন হিন্দুর নিহত হওয়াকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে দাবি করলেও নেত্র নিউজের বিস্তর অনুসন্ধানে তাদের দাবিকে বিভ্রান্তিকর উল্লেখ করে ওই মৃত্যুর ঘটনাগুলোর নেপথ্যে সাম্প্রদায়িক বা ধর্মীয় অভিসন্ধি থাকার কোনো স্পষ্ট লক্ষণ নেই বলে জানিয়েছে।
সুতরাং, তিনমাসে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ২৭ হাজার হিন্দু নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।
তথ্যসূত্র
- Akshit Singh- X Post
- Prothom Alo- ২ হাজার ১০টি সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৯: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
- Netra News – নয় হিন্দুর হত্যাকাণ্ডে সাম্প্রদায়িক যোগসূত্র থাকার দাবি বিভ্রান্তিকর