গত ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগে সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে, সম্প্রতি বিশেষ নিরাপত্তায় তিনি ভারতের কেরালা রাজ্যে পৌঁছেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি শেখ হাসিনার গাড়িবহরের সাম্প্রতিক কোনো ভিডিও নয়, বরং ২০২১ সালে ভারতের পুরোনো ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির এক পর্যায়ে গাড়িবহরের একটি গাড়ির সামনের দিকে ভারতীয় পতাকা লক্ষ্য করা যায়।
পরবর্তী অনুসন্ধানে Sujay Hegde নামক ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৫ এপ্রিল “Prime Minister Narendra Modi’s Car Convoy in Bangalore, KA” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।
ভিডিওর বিস্তারিত বিবরণীতে এই গাড়ি বহরের দৃশ্যকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেঙ্গালোর রাজ্যে যাওয়ার সময়ের বলে উল্লেখ করা হয়।
Digital Diaries নামক ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৫ জুলাইয়ে প্রকাশিত একটি ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।
তবে উক্ত গাড়িবহরটি আসলেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছিল কিনা তা গণমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিও প্রকাশের তারিখ থেকে এটা প্রতীয়মান যে এটি সম্প্রতি শেখ হাসিনার গাড়িবহরের কোনো দৃশ্য নয়।
শেখ হাসিনার সর্বশেষ অবস্থান সম্পর্কে গত ২১ অক্টোবর অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন দিল্লিতে শীর্ষ নিরাপত্তা সংস্থার নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজধানী দিল্লি থেকে উত্তর প্রদেশ মীরাটের সেনানিবাস বা ক্যান্টনমেন্ট এলাকার একটি গোপন ঠিকানায় নেওয়ার সম্ভাবনার কথা দাবি করেছে।
সুতরাং, ভারতের গাড়িবহরের পুরোনো ভিডিও সম্প্রতি শেখ হাসিনা ভারতের কেরালা রাজ্যে পৌঁছানোর দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Sujay Hegde – Youtube Video
- Digital Diaries – Youtube Video