গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলের অবসান ঘটে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পরপরই আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা আত্মগোপনে চলে যান। এর মধ্যে কেউ কেউ বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।
এরই প্রেক্ষিতে “দেশ থেকে পা’লিয়ে বিদেশের এক কনসার্টে নাচতে দেখা গিয়েছে সাদ্দামদের” শীর্ষক ক্যাপশনে একটি রিলস ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
প্রচারিত ভিডিওতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে হাসিমুখে কনসার্ট উদযাপন করতে দেখা যাচ্ছে।
উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের কনসার্ট উদযাপনের দৃশ্যটি সাম্প্রতিক সময়ে দেশের বাহিরে ধারণকৃত কোনো কনসার্টের নয় বরং এটি গত এপ্রিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের দৃশ্য।
আলোচিত ফেসবুক রিলস ভিডিওটি পর্যবেক্ষণ করলে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে রাতের বেলায় হাসিমুখে একটি কনসার্ট উদযাপন করতে দেখা যায়। ৫ সেকেন্ডের উক্ত ভিডিওটির শেষের দিকে অস্পষ্টভাবে হলুদ লাইটের একটি সাইনেজ দেখা যায়, তাতে ‘Let’s Vibe’ শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়৷
এরই সূত্র ধরে কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা ‘Let’s Vibe’ শিরোনামের একটি আয়োজনের বিষয়ে জানতে পারি৷ ব্লুজ কমিউনিকেশন নামক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় এই আয়োজনটি করা হয়। ফেসবুকে ‘Let’s Vibe Art and Music Festival’ নামের একটি ইভেন্ট থেকে জানা যায় ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে গত ১৮ ও ১৯ এপ্রিল দুইদিন ব্যাপী এই কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে।
আলোচিত কনসার্টের বিষয়ে সেসময় জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে থেকে জানা যায়, এই কনসার্টে মূল তারকা হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তিনি ১৯ এপ্রিল রাতে সংগীত পরিবেশন করেন।
পরবর্তীতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে গত ১৯ এপ্রিল একাধিক ফেসবুক অ্যাকাউন্টে ‘BSL with Atif Aslam’ এবং ‘BSL with atif ❤️ ❤️ Let’s vibe’ শীর্ষক ক্যাপশনে ২০ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায় (১, ২)। উক্ত ভিডিওর প্রথম ৫ সেকেন্ডের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়৷
পর্যবেক্ষণে দেখা যায়, ২০ সেকেন্ডের এই ভিডিওতে স্পষ্টভাবে ‘Let’s Vibe’ লিখা একটি হলুদ আলোর সাইনেজ রয়েছে এবং এক পর্যায়ে মঞ্চে আতিফ আসলামকে সংগীত পরিবেশন করতে দেখা যায়৷ অর্থাৎ এই ভিডিওটি ‘Let’s Vibe’ কনসার্টে ১৯ এপ্রিলে ধারণ করা হয়েছে৷
সুতরাং, গত এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত কনসার্টের ভিডিওকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দেশ ছেড়ে পালিয়ে বিদেশে সম্প্রতি কনসার্ট উদযাপন করছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- প্রথম আলো- ঢাকায় আতিফ আসলাম, হঠাৎ গুলশানের রাস্তায়
- Shafik Anam – Facebook Post
- Romesh Ovi – Facebook Post
- Let’s Vibe and Blues Communications – Facebook Event
- Rumor Scanner’s Own Analysis