schema:text
| - সম্প্রতি, জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে গাড়ি পার্কিংয়ের দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে গাড়ি পার্কিংয়ের ছবি নয় বরং ইংল্যান্ডের ডনকাস্টার শহরের একটি গাড়ি বিতরণ কেন্দ্রের ছবি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে, প্রচারিত পোস্টে থাকা ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে নিউজিল্যান্ডের ‘দ্যা নিউজিল্যান্ড হেরার্ল্ড’ পত্রিকার ওয়েবসাইটে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, Abstract Aerial Art নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়েছিল।
পরবর্তীতে, Abstract Aerial Art নামের উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য এক ব্যক্তির জিজ্ঞাসার উত্তরে অ্যাকাউন্টটি থেকে জানানো হয়, ছবিটি জার্মানির ফ্রাঙ্কফুর্টের নয় বরং ইংল্যান্ডের ডনকাস্টার শহরে তোলা হয়েছে।
এছাড়াও উক্ত পোস্টের মন্তব্য ঘর থেকে নিশ্চিত হওয়া যায়, ছবিটি মূলত ড্রোন ব্যবহার করে ইংল্যান্ডের ডনকাস্টার শহরের একটি গাড়ি বিতরণ কেন্দ্রে তোলা হয়েছে।
মূলত, ইংল্যান্ডের ডনকাস্টার শহরের একটি গাড়ি বিতরণ কেন্দ্রের ছবি ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি Abstract Aerial Art নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন ছবিটির চিত্রগ্রাহক। সম্প্রতি, উক্ত ছবিটি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে গাড়ি পার্কিংয়ের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
সুতরাং, ইংল্যান্ডের ডনকাস্টার শহরের একটি গাড়ি বিতরণ কেন্দ্রের ছবিকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে গাড়ি পার্কিংয়ের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Abstract Aerial Art: Instagram Post
- The New Zealand Herald: Counting cars: Car park brainteaser stumps the internet
- Rumor Scanner’s Own Research
|