Fact Check
গ্যাসের কর নিয়ে ফেসবুকে ফের ছড়ালো বিভ্রান্তিকর দাবি
Claim
ফেসবুকে ইদানিং গ্যাসের কর নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্য সরকার বেশি কর চাপিয়েছে, তাই বর্তমানে গ্যাসের দাম আকাশছোঁয়া।
এখানে যে পরিসংখ্যান দেওয়া রয়েছে তাতে দেখা যাচ্ছে গ্যাসের সাধারণ দাম ৪৯৫ টাকা, যেখানে কেন্দ্রের করে পরিমান ২৪.৭৫ পয়সা, রাজ্য সরকারের কর ২৯১.৩৬ পয়সা। এখানে আরো কিছু করের পরিমান করে গ্যাসের দাম ৮৬১.১৮ পয়সা দেখানো হয়েছে।
Fact
গ্যাসের কর নিয়ে ফেসবুকে যে পোস্টটি ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে কেন্দ্রের থেকে রাজ্য সরকারের করে পরিমান বেশি থাকায় গ্যাসের দাম বেড়েছে তার সত্যতা যাচাই করার জন্য আমরা Central Board of Indirect Taxes and Customs (CBIC) এর ওয়েবসাইটে যাই। এখান থেকে পাওয়া তথ্য বলছে ২.৫% করে রাজ্য কেন্দ্র সরকারের করে পরিমান রয়েছে।
অন্যদিকে Petroleum Planning & Analysis Cell (PPAC) অনুসারে গৃহস্থ কাজে ব্যবহৃত ১৪.২কেজি গ্যাসে ডিলার বা ডিস্ট্রিবিউটরদের কমিশন থাকে ৬১.৮৪টাকা যেটি নির্ধারিত করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
২০২১ সালে Newschecker Bangla এই একই দাবির সত্যতা যাচাই করেছিল যেখানে প্রমাণিত হয়েছে কেন্দ্রের তুলনায় এলপিজির উপর রাজ্য সরকারের করে বোঝা বেশি তাই বর্তমানে গ্যাসের দাম বেশি তা মিথ্যে। এখানে দেখা যেতে পারে ভারতের কোন কোন রাজ্যে গ্যাসের দাম কত। পশ্চিমবঙ্গে বর্তমানে গ্যাসের দাম হাজার টাকা ছুঁয়েছে। আর এই ভাইরাল পোস্টে দাম বলা হয়েছে ৮৬১.১৮, বর্তমানের বাজার মূল্যের সাথে অনেক কম।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে গ্যাসের কর নিয়ে ফেসবুকে যে পোস্টটি ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে কেন্দ্রের থেকে রাজ্য সরকারের করে পরিমান বেশি থাকায় গ্যাসের দাম বেড়েছে দাবিটি ভুল।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।