schema:text
| - সম্প্রতি, একটি আংটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আকারে প্রচার করে দাবি করা হচ্ছে, এটি হযরত মুহাম্মদ (সা.) এর আংটি।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত আংটির ছবিটি হযরত মুহাম্মদ (সা.) এর নয়, বরং এটি Etsy নামের একটি ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি হতে যাওয়া হাতে বানানো আল্লাহ রাসূল মুহাম্মদ লেখা খচিত একটি আংটি।
এ বিষয়ে অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে Etsy নামক যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ই-কমার্স ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়। পণ্যের বিবরণীতে এই আংটিকে কোথাও হযরত মুহাম্মদ (সা.) এর পরিধান করা আংটি হিসেবে দাবি করা হয়নি।
পণ্যের বিবরণীতে বলা হয়, এটি হাতে তৈরি একটি আইটেম। আল্লাহ মুহাম্মদ রাসুল লেখাগুলোকে প্রাচীন আরবি শব্দের মতো ভঙ্গি দেওয়ার জন্য বাস্তব দক্ষতা এবং নির্ভুলতার সাথে এই আংটিটি তৈরি করা হয়েছে। এই আংটিটি sterling silver 925 দিয়ে তৈরি এবং সর্বশেষ পলিশিং দিয়ে পালিশ করা হয়েছে।
উল্লেখ্য, Sterling Silver 925 হল এমন এক ধরণের সঙ্কর ধাতু যা ৯২.৫% খাঁটি রূপা এবং ৭.৫% অন্যান্য ধাতু (সাধারণত তামা বা দস্তা) দিয়ে তৈরি। এটি রূপাকে আরও শক্তিশালী এবং টেকসই করে তুলে, কারণ খাঁটি রূপা খুব নরম এবং সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাছাড়া, উক্ত ই-কমার্স প্রতিষ্ঠানের ওয়েবসাইটে উক্ত ছবির আংটিটি ৫০% ছাড়ে 1,267.87 SEK বিক্রয়মূল্য হিসেবে নির্ধারণ করা অবস্থায় দেখা যায়। উল্লেখ্য, SEK বলতে সুইডেনের মুদ্রা সুইডিশ ক্রোনা’কে (বহুবচন: ক্রোনার) বুঝানো হয় এবং বাংলাদেশি টাকায় উক্ত আংটিটির বর্তমান (৭ জুলাই ২০২৪) মূল্য প্রায় সাড়ে ১৪ হাজার টাকা। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রার হিসেবে প্রায় সাড়ে ১৪ হাজার টাকায় আলোচিত দাবিতে প্রচারিত আংটিটি বিক্রি করা হচ্ছে। এটি হযরত মুহাম্মদ (সা.) এর আসল আংটি হয়ে থাকলে ছাড় দিয়ে এত কম দামে বিক্রি করা হতো না তা সহজেই অনুমেয়। এটি হযরত মুহাম্মদ (সা.) পরিধানকৃত আংটি মর্মেও নির্ভরযোগ্য সূত্রে কোথাও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এই আংটিটির বিক্রেতা প্রতিষ্ঠান Murtazagems এর বিক্রেতা অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে দেখা যায়, তিনি আংটিতে ইসলামিক শব্দ খচিয়ে আরো বেশ কিছু পণ্য তৈরি করেছেন এবং তিনি উক্ত ই-কমার্স সাইটে ২০১৪ সাল থেকে আছেন এবং এখন পর্যন্ত ৯৬৯টি বিক্রয়ের সাথে উনার প্রতিষ্ঠান জড়িত ছিল।
মূলত, সম্প্রতি একটি আংটির ছবি পোস্ট করে সেটি হযরত মুহাম্মদ (সা.) এর আংটি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত আংটিটি হযরত মুহাম্মদ (সা.) এর পরিধানকৃত কোনো আংটি নয়। প্রকৃতপক্ষে, এটি আল্লাহ রাসূল মুহাম্মদ লেখা খচিত একটি আংটি যা ই-কমার্স প্রতিষ্ঠান Etsy তে বাংলাদেশি টাকার হিসেবে প্রায় সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।
সুতরাং, ই-কমার্স সাইটে বিক্রি হতে যাওয়া হাতে বানানো আল্লাহ রাসূল মুহাম্মদ লেখা খচিত আংটিকে হযরত মুহাম্মদ (সা.) এর আংটি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Etsy – Seal of the prophet Mohammad ring Allah Rasool
- Q Evon – REGULAR SILVER VS. 925 STERLING SILVER–WHAT’S THE DIFFERENCE?
- XE – 1,267.87 SEK to BDT – Convert Swedish Kronor to Bangladeshi Takas
- Rumor Scanner’s own analysis
|