Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Health and Wellness
সম্প্রতি আমাদের কিছু মৃত মহিলা, তরুণী ও একটি পরিবারের সদস্যদের ছবি এসেছে এবং দাবি করা হচ্ছে ইবোলা ভাইরাস যুক্ত Coca-Cola খাওয়াতে এই মানুষদের মৃত্যু হয়েছে।
ছবির সাথে একটি লেখাও রয়েছে যেখানে বলা হয়েছে দয়া করে সমস্ত বন্ধুদের ফরওয়ার্ড করে সাবধান করুন। Coca-Cola, Mountain Dew, Fanta মতো কোল্ড ড্রিঙ্কসে সংস্থার এক কর্মী ইবোলা ভাইরাসের দূষিত রক্ত মিশিয়েছে। অনুরোধ করা হচ্ছে কেউ যেন পান না করে এই কোল্ড ড্রিঙ্কস এখন। হায়দ্রাবাদ পুলিশ এই বিষয়ে অবগত করেছে দেশবাসীকে, এবং এই খবরটি NDTV তেও দেখানো হয়েছে। নিজেও সাবধানে থাকুন এবং পরিবার ও বন্ধু বান্ধবদের সাবধানে রাখুন।
Image 1
Image 2
Image 3
Image 4
Image 5
Image 6
ইবোলা ভাইরাস যুক্ত Coca -Cola খাওয়ার পর অনেকের মৃত্যু হয়েছে এবং যতটা সম্ভব কোল্ড ড্রিঙ্কস খাওয়া বর্জন করা উচিত এই দাবিটির সত্যতা কি জানার জন্য আমরা গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজ শুরু করি।
গুগল খোঁজার পর আমরা হায়দ্রাবাদ পুলিশের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট পাই যা ২০১৯ সালে করা হয়েছে। এখানে বলা হয়েছে ইবোলা ভাইরাস যুক্ত Coca-Cola খাওয়ার পর অনেকে মারা গেছে এই ধরণের কোনো বার্তা হায়দ্রাবাদ পুলিশ মারফৎ করা হয়নি। এখানে টুইটের সাল দেখে আমরা বুঝতে পারি এই বার্তাটি এর আগেও ছড়িয়েছিলো।
এবার ইবোলা ভাইরাস যুক্ত Coca-Cola র কারণে অনেকের মৃত্যু হয়েছে এই দাবির সাথে যে ছবিগুলো ছড়িয়েছে তাদের সত্যতা জানার জন্য অনুসন্ধান চালাই।
প্রথম ও দ্বিতীয় ছবি
গুগল রিভার্স ইমেজ দিয়ে খোঁজার পর আমরা পাকিস্তানের একটি ব্লগ পাই Pak101.com নামের। এখানে আমরা ১, ২ নম্বর ছবি দুটি পাই। এই ব্লগটি ২০১৫ সালের ১৬ই সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। পাকিস্তানের গুজরানওয়ালা নামের একটি স্থানে নকল কোল্ড ড্রিঙ্কসের কারখানা চলছিল যেখানে ক্ষতিকারক রাসায়নিক ও কোলার রং মিশিয়ে তৈরী করা হচ্ছিলো জাল Coca-Cola র মতো জনপ্রিয় সফ্ট ড্রিঙ্কস। স্থানীয় প্রশাসন কারখাতে পৌঁছে সমস্ত মাল ও কারখানাটিকে বাজেয়াপ্ত করে।
তৃতীয় ছবি
এই ছবিটি আমার বিজেপির সাংসদ রেখা ভার্মার ফেসবুক পোস্টে পাই যেটি দেওয়া হয়েছিল ২০১৮ সালে। রেখা ভার্মার পোস্ট অনুসারে উত্তর প্রদেশের লখিমপুর খিরিতে পথ দুর্ঘটনায় কিছু মানুষের মৃত্যু হয়। ইবোলা ভাইরাস যুক্ত Coca-Cola খাওয়াতে মৃত্যর নামে চরণাও একটি ছবি বিজেপি সাংসদের ফেসবুক পোস্টের।
চতুর্থ ছবি
গুগল রিভার্স ইমেজ করার পর আমরা Deccan Herald এর একটি রিপোর্ট পাই যেটি ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বেরিয়েছিল। তেলেঙ্গানার মামিল্লাগাড্ডার একটি পরিবারের ছয়জন একসাথে আত্মহত্যা করে। সেই ছবি এখন আবার মিথ্যে দাবি সমেত ছড়াচ্ছে।
পঞ্চম ও ষষ্ঠ ছবি
এক মহিলা ও একটি তরুণীর ছবিটি আমরা Gorakhpur Times এ পাই। রাপ্তি নদীতে গাড়ী বেসামাল হয়ে পড়ে যায় এবং তাতে দুজনের মৃত্যু হয়। জানা গেছে গাড়ী ডুবে যাওয়ার পর স্থানীয় লোকেদের সহায়তায় তিনজনকে উদ্ধার করা হয়েছিল যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনাটি ২০২০ সালের মার্চ মাসের।
অর্থাৎ না NDTV না হায়দ্রাবাদ পুলিশের কোনো পোস্ট রয়েছে যেখানে বলা হয়েছে ইবোলা ভাইরাস যুক্ত Coca-Cola খাওয়ার কারণে কারোর মৃত্যু হয়েছে।
WhatsApp দ্বারা একটি দাবি বর্তমানে ছড়িয়েছে যেখানে বলা হচ্ছে ইবোলা ভাইরাস যুক্ত Coca-Cola খাবার কারণে অনেকের মৃত্যু হয়েছে বেং এই বার্তাটি এসেছে হায়দ্রাবাদ পুলিশের কাছ থেকে ও NDTV তেও নাকি এই খবর দেখিয়েছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হায়দ্রাবাদ পুলিশের তরফ থেকে এই ধরণের কোনো বাড়াটা ছড়ায়নি না NDTV থেকে এই ধরণের কোনো খবর সম্প্রচারিত করা হয়েছে। আর এই দাবিটির সাথে যে ছবিগুলো শেয়ার হচ্ছে তও অপ্রাসঙ্গিক।
Hyderabad Police tweet-https://twitter.com/hydcitypolice/status/1149957568682323969
Gorakhpur Times- https://gorakhpurtimes.com/%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%80-%E0%A4%A8%E0%A4%A6%E0%A5%80-%E0%A4%AE%E0%A5%87%E0%A4%82-%E0%A4%97%E0%A4%BF%E0%A4%B0%E0%A5%80-%E0%A4%95%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%A6%E0%A5%8B/
Deccan Herald- https://www.deccanherald.com/content/633716/six-members-family-die-suicide.html
BJP MP Facebook post- https://www.facebook.com/rekhaarunvermaMP/posts/1962651157087573
Pak101.com- http://pak101.com/c/forum/topic/21887/General_Talks/Fake_Coca_Cola_Coke_factory_Gujranwala_Pictures
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
January 29, 2025
Tanujit Das
January 18, 2025
Tanujit Das
December 28, 2024