schema:text
| - সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবাইকে বেকার ভাতার জন্যে রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছেন দাবিতে চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘আপনারা বেকার ভাতার জন্য দূত রেজিষ্ট্রেশন করুন প্রধান উপদেষ্টা ড. ইউনুস’ শীর্ষক শিরোনাম বা তথ্যে চ্যানেল ২৪ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ড. ইউনূস এমন কোনো মন্তব্যও করেননি। বরং চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে প্রচারের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ উল্লেখ রয়েছে। এছাড়াও এতে চ্যানেল ২৪-এর লোগোও রয়েছে । পরবর্তীতে লোগো এবং প্রচারের তারিখের সূত্রে চ্যানেল ২৪ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন দাবি সম্পর্কিত কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া না গেলেও চ্যানেল ২৪-এর ফেসবুক পেজে গত ১১ সেপ্টেম্বর ‘সংস্কারের জন্য ৬টি কমিশন গঠনের সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডের ডিজাইন ও ফিচারে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ফটোকার্ডের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। তবে, আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে চ্যানেল ২৪-এর ফটোকার্ডের ফন্টের পার্থক্য পরিলক্ষিত হয়।
এছাড়াও ফটোকার্ডের মন্তব্যের ঘরে প্রাপ্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে সাতটায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনায় এতে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশন প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কারের কমিশন প্রধান হিসেবে সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কারের কমিশন প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, সংবিধান সংস্কারের কমিশন প্রধান হিসেবে ড. শাহদীন মালিক, দুদক সংস্কারের কমিশন প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কারের কমিশন প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী দায়িত্ব পালন করবেন।
অর্থাৎ, ভিন্ন ঘটনায় চ্যানেল ২৪-এর ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডকে ডিজিটার প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, আলোচিত দাবিটির বিষয়ে অধিকতর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবাইকে বেকার ভাতার জন্যে রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে চ্যানেল ২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel 24 Facebook Page: সংস্কারের জন্য ৬টি কমিশন গঠনের সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা
- Rumor Scanner’s Own Analysis
|