schema:text
| - সকল গ্রেডের সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে বিগত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে নানা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের দমাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের অবস্থানকৃত বিভিন্ন স্থানে কাঁদানে গ্যাস, টিয়ারশেল, গুলি ইত্যাদি ছুঁড়ছে পুলিশ। এরই প্রেক্ষিতে এরকমই একটি স্থানে পুলিশের আক্রমণ করার একটি ভিডিও ফেসবুকে প্রচার করে ধারণকৃত স্থানটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে দাবি করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন; ঢাকা পোস্ট।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরতা দাবিতে প্রচারিত ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধারণ করা হয়নি, বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের সামনে থেকে ধারণকৃত ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে উক্ত স্থানের ভিন্ন কোণ থেকে ধারণকৃত প্রথম দিককার একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি গত (১৭ জুলাই) রাত ৯ টা ৩৬ মিনিটে Maruf Humaun নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়৷ ভিডিওটির ক্যাপশনে ভিডিওটির ধারণকৃত স্থান হিসেবে দাবি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার।
ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। যা প্রাথমিকভাবে নিশ্চিত করে ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধারণকৃত।
অতঃপর, অধিকতর নিশ্চিত হতে গুগল ম্যাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের সামনের বা পাশের ছবি এবং ভিডিও এর অনুসন্ধান করা হলে মো. জাকির হোসেন নামের একটি অ্যাকাউন্ট থেকে শেখ রাসেল টাওয়ারের সামনের স্থান দিয়ে ধারণকৃত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটিতে প্রদর্শিত সাদা সমান্তরাল এবং হলুদ রঙের চতুর্ভুজাকার দাগগুলোর মিল পাওয়া যায়, যা নিশ্চিত করে ধারণকৃত দৃশ্যটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধারণ করা হয়েছে।
তাছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচিত ভিডিওটিতে প্রদর্শিত স্থানের মতো এরকম কোনো স্থানের অস্তিত্ব মেলেনি।
মূলত, চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দমাতে আন্দোলনকারীদের সাথে বিভিন্ন স্থানে পুলিশের সংঘর্ষ হচ্ছে। এরই প্রেক্ষিতে পুলিশের আক্রমণকৃত অবস্থায় ধারণকৃত একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধারণকৃত। কিন্তু রিউমর স্ক্যানার টিম যাচাই করে দেখেছে যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের সামনে ধারণ করা হয়েছে।
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা করা অবস্থায় ধারণকৃত ভিডিওকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধারণকৃত ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Maruf Humaun – Facebook Post
- Google Map – Sheikh Rasel Tower, DU
- Rumor Scanner’s own analysis
|