About: http://data.cimple.eu/claim-review/4f6816d96aa3c383516dc5421b100e4179bcf80079104743e58f6770     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • বার্মিংহামে হিন্দু মন্দিরে আগুন দিল মুসলিমরা? ছড়াল অগ্নিকাণ্ডের ঘটনা বুম দেখে ভিডিওটি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর বার্মিংহাম সুপারমার্কেটে আকস্মিক অগ্নিকাণ্ড। ব্রিটেনের বার্মিংহামে (Birmingham) একটি সুপারমার্কেটে (Supermarket) লেগে যাওয়া আগুনকে (Fire) কেন্দ্র করে সৃষ্টি হওয়া গোলমালের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে সাম্প্রদায়িক মোচড় (Communal Claim) দিয়ে বলা হচ্ছে, এটি নবরাত্রির (Navratri) উৎসবের সময় মুসলিমদের দ্বারা হিন্দুদের পেটানো এবং মন্দিরে অগ্নিসংযোগ করার দৃশ্য। বুম যাচাই করে দেখে, দুর্ঘটনাবশত বার্মিংহামের সুপারমার্কেটে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডটি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বরের, আর ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের মতে গোলমালের সূচনা হয় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে। ইংল্যান্ডের লিস্টারে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রতিক কিছু উত্তেজনা ও সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতেই এই ভিডিওটি শেয়ার করা হচ্ছে। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী ২৮ অগস্ট, ২০২২ দুবাইয়ে এশিয়া কাপের একটি ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের পর থেকেই উত্তেজনার সূত্রপাতl এরপর গোটা সেপ্টেম্বর মাস জুড়েই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকেl ব্রিটেনের ভারতীয় হাই কমিশনের তরফেও হিংসার ঘটনার নিন্দা করে একটি সরকারি বিবৃতি জারি করা হয়। ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশন আনুবাদ করলে দাড়ায়, "নবরাত্রি উৎসবের সময় মুসলিমরা হিন্দুদের মন্দির জ্বালিয়ে দিয়েছে। হিন্দুদের মারধরও করা হয়েছে। ব্রিটিশ পুলিশ হিন্দুদের রক্ষা করতে ব্যর্থ। পোস্টটি দেখুন এখানে। পোস্টটি দেখা যাবে এখানে। সত্যতা যাচাইয়ের অনুরোধ সহ ভিডিওটির বুম-এর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরেও (৭৭০০৯০৬৫৮৮) আসে। আরও পড়ুন: না, ভারত জোড়ো যাত্রায় পতাকাটি পাকিস্তানের নয় তথ্য যাচাই বুম ভাইরাল ক্যাপশন থেকে "বার্মিংহাম ফায়ার" (Birmingham Fire) কীওয়ার্ড নিয়ে সার্চ করে দেখে "বার্মিংহাম লাইভ" নামের একটি সংবাদ চ্যানেল থেকে ২০ সেপ্টেম্বর, ২০২২ ওই ভিডিওর একটি অংশ টুইট করা হয়েছে। ভিডিওটির ক্যাপশন অনুসারে অগ্নিকাণ্ডটি ঘটে "জিনাত সুপারমার্কেটে"। ভিডিও টুইটের ক্যাপশন লেখা অনুবাদ করলে দাড়ায়, "অগ্নিকাণ্ডের মোকাবিলায় দমকল কর্মীদের তৎপরতার পাশাপাশি দুই দল লোকের মধ্যেও বিরাট ঝঞ্ঝাট বেধে যায়।" Huge Brawl breaks out beside firefighters as they tackle supermarket fire pic.twitter.com/DIK0MpOJfO— Birmingham Live (@birmingham_live) September 20, 2022 টুইটটি দেখুন এখানে। টুইটের ৩২ থেকে ৫১ সেকেন্ডের মধ্যেকার সময়ে ভিডিওটি দেখা যাচ্ছে। এ ছাড়াও আমরা ১৯ সেপ্টেম্বর, ২০২২-এ বার্মিংহাম সুপারমার্কেটের সামনের গণ্ডগোল নিয়ে একাধিক সংবাদ প্রতিবেদনও খুঁজে পাই। সেখানে আরও লেখা ছিল যে, বার্মিংহামের অ্যালাম রক রোডের জিনাত সুপারমার্কেটে এই ঘটনাটি ঘটে। এই সূত্র অনুসরণ করেই আমরা গুগল ম্যাপে "জিনাত সুপারমার্কেট বার্মিংহাম" খুঁজি এবং যেখানে আগুন লেগেছিল সেই স্থানটি ভূ-নির্দেশ করতে সক্ষম হই। উপরন্তু ওয়েস্ট মিডল্যান্ড ফায়ার সার্ভিস একটি টুইটে এটা স্পষ্ট করে দেন যে, অগ্নিকাণ্ডটি নিছকই দুর্ঘটনাবশত ঘটেছিল, ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ঘটনা তা নয়—"বাইরে কিছু জঞ্জাল পোড়ানো হচ্ছিল, সেখান থেকেই আগুন ভিতরে চলে আসে।" UPDATE: Our investigators are satisfied that last night's supermarket fire in Saltley started accidentally, when the outdoor burning of rubbish spread to the building. The details: https://t.co/cIgSyDk2JA pic.twitter.com/Up8x3g6nAf— West Midlands Fire Service (@WestMidsFire) September 20, 2022 টুইটটি দেখতে ক্লিক করুন এখানে। "গোলমাল বাধে গাড়ি পার্কিং নিয়ে" গোলমালের কারণ জানতে গিয়ে আমরা ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের আরও একটি টুইট খুঁজে পাই। সেখানে পুলিশ জানিয়েছে গোলমাল শুরু হয় গাড়ির পার্কিং নিয়ে, যার সঙ্গে অগ্নিকাণ্ডের কোনও সম্পর্ক ছিল না। We believe the fight was connected to an issue with the parking of some cars and that it was an isolated incident.— West Midlands Police (@WMPolice) October 4, 2022 এ সংক্রান্ত টুইটটি পড়ুন এখানে। আরও পড়ুন: বিশ্বে চতুর্থ দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি সিএনএন রিপোর্ট ভুয়ো
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software