schema:text
| - Fact Check: সম্ভল হিংসার সঙ্গে জড়িয়ে যে ভিডিওটি ভাইরাল করা হচ্ছে তা আসলে 2019 সালে হওয়া CAA-NRC বিক্ষোভ প্রদর্শনের ভিডিও
বিশ্বাস নিউজের তদন্তে এই দাবি বিভ্রান্তিকর বলে জানা গেছে। ভাইরাল হওয়া ভিডিও 2020 সালে গোরখপুরে সিএএ, এনআরসি-র বিরুদ্ধে হওয়া প্রদর্শনের সঙ্গে জড়িত। এটির সম্ভলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
- By: Pallavi Mishra
- Published: নভে. 29, 2024 at 05:38 অপরাহ্ন
নতুন দিল্লি(বিশ্বাস নিউজ) – উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে রবিবার যে হিংসা শুরু হয়েছে তার পরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে যে এটি সম্ভলের কথিত পুলিশি অ্যাকশনের ভিডিও। ভিডিওতে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ দেখা যায়।
বিশ্বাস নিউজের তদন্তে এই দাবি বিভ্রান্তিকর বলে জানা গেছে। ভাইরাল হওয়া ভিডিও 2020 সালে গোরখপুরে সিএএ, এনআরসি-র বিরুদ্ধে হওয়া প্রদর্শনের সঙ্গে জড়িত। এটির সম্ভলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
কী ভাইরাল হচ্ছে
সামাজিক মাধ্যম ব্যবহারকারী রাহুল গোয়েল, 2024 সালের 24 নভেম্বরে ভাইরাল ভিডিও ক্লিপ (আর্কাইভ লিঙ্ক)শেয়ার করে লিখেছেন যে, “দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা, পায়ের ব্যথা, কোমর ব্যথা থেকে তৎক্ষণাৎ উপশমের জন্য…উত্তর প্রদেশের সম্ভলের জামা মসজিদের বিক্ষোভ সমাবেশে আসুন…বিশ্বের প্রসিদ্ধ বৈদ্য… যোগী আদিত্যনাথ ”
সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর দাবি সহ ভাইরাল পোস্টের স্ক্রিনশট।
তদন্ত
ভাইরাল ভিডিও ক্লিপের কিফ্রেমগুলোকে গুগল লেন্সে খোঁজার পর এই ভিডিওটি Social Media News নামের একটি ইউটিউব চ্যানেলে 2019 সালের 31 ডিসেম্বর আপলোড হয়। এর সঙ্গে লেখা ছিল, “Indian Police Beaten anti-Citizenship Law protester. CAA – NRC – CAA_NRC – India – CAAProtest _CAA (ভারতীয় পুলিশ নাগরিকতা আইন বিরোধী প্রদর্শনকারীদের মারল। CAA – NRC – CAA_NRC – ভারত – CAAProtest _CAA)”
এই ভিডিও 2020 সালের জানুয়ারি মাসেও বিভিন্ন ব্যবহারকারীরা আপলোড করেছেন
এর থেকে এই কথা স্পষ্ট যে, এই ভিডিওটি পুরনো, কিন্তু আমাদের এটা জানার ছিল যে, আসলে এই ভিডিওটি কোথাকার।
2019-2020 সালে আপলোড করা এই ভিডিওর সঙ্গে CAA এবং NRC-এর কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছিল। আমরা কিওয়ার্ডের সাহায্যে এটা খুঁজলাম যে, 2019-20 সালে CAA এবং NRC-র সম্পর্কিত বিরোধ কোথায় কোথায় হয়েছিল। বিভিন্ন নিউজ পোর্টালের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও পাওয়া গেল, যেখানে ভাইরাল ভিডিওর দৃশ্য দেখা যাচ্ছে। এখানে ভিডিওটিকে গোরখপুরের বলা হয়েছে।
নিশ্চিত হওয়ার জন্য আমরা ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া দোকানগুলোর নাম গুগল ম্যাপ-এ খুঁজলাম। স্পষ্ট হয়ে গেল যে, ভাইরাল ভিডিও গোরখপুরের নখাস রোডের ভিডিও।
এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য গোরখপুরের দৈনিক জাগরণের বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ শ্রীবাস্তবের সঙ্গে যোগাযোগ করা হল। তিনি আমাদের নিশ্চিত করলেন যে, এই ভিডিও 2019 সালের CAA এবং NRC বিরোধ প্রদর্শনের সময়ের ভিডিও এবং ভিডিওতে দেখতে পাওয়া স্থানটি গোরখপুরের নখাস রোড।
উত্তর প্রদেশের সম্ভলে রবিবারে হওয়া হিংসাত্মক ঘটনা সম্পর্কে অধিক তথ্য এই সংবাদগুলোতে পড়া যাবে।
ভাইরাল ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সঙ্গে শেয়ার করা ব্যবহারকারী Rahul Goyal-কে ফেসবুকে 6 হাজারেরও বেশি ব্যবহারকারী অনুসরণ করেন।
উপসংহার: বিশ্বাস নিউজের তদন্তে এই দাবি বিভ্রান্তিকর বলে জানা গেছে। ভাইরাল হওয়া ভিডিও 2020 সালে গোরখপুরে সিএএ, এনআরসি(ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স)-র বিরুদ্ধে হওয়া প্রদর্শনের সঙ্গে জড়িত। এটির জামা মসজিদের সমীক্ষা নিয়ে উত্তর প্রদেশের সম্বলে হওয়া হিংসার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
- Claim Review : এটি সম্ভলে পুলিশ অ্যাকশনের ভিডিও
- Claimed By : Facebook User Rahul Gayal (ফেসবুক ব্যবহারকারী রাহুল গোয়েল)
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
|