schema:text
| - সম্প্রতি “আমি আলেমদের ভালোবাসি। তাদের সাথে কাজ করতে চাই : ড. ইউনূস”- শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি ফটোকার্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এছাড়া, মন্তব্যটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দাবিতে লিখাও পোস্ট হতে দেখা যায়।
ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফটোকার্ড ছাড়া ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলেমদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন কোনো মন্তব্য করেননি এবং ডিবিসি নিউজও কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজের ডিজাইনের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ডিবিসি নিউজের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৩ সেপ্টেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ডিবিসি নিউজের ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ডিবিসি নিউজের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ফটোকার্ডের সাথে ডিবিসি নিউজের ফেসবুক পেজ থেকে প্রচারিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের অমিল পাওয়া যায়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূস হেফাজতে ইসলাম ও ৬ ইসলামি দলের সাথে বৈঠক করেন। তবে, বৈঠকের পর তার কোনো মন্তব্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, “আমি আলেমদের ভালোবাসি। তাদের সাথে কাজ করতে চাই : ড. ইউনূস”- শীর্ষক শিরোনামে প্রচারিত মন্তব্যটি বানোয়াট এবং উক্ত দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- DBC News- Facebook Page
- DBC News- Website
- DBC News- Youtube Channel
- Rumor Scanner’s Own Analysis
|