schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নতুন একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে যার নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর
Fact: খবরটি ভুল, যে নতুন জীবাণুটি আবিষ্কার করা হয়েছে তার নাম Pantoea Tagorei
ফেসবুকে বাংলাদেশ জার্নাল দ্বারা একটি খবর ভাইরাল হয়েছে – বিশ্বভারতীর আবিষ্কার করা নতুন ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। ৬ সদস্যের একটি দল সম্প্রতি নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে যা কবিগুরুকে উৎসর্গ করা হয়েছে এবং ওনার নামে নাম রাখা হয়েছে।
বিশ্বভারতীর আবিষ্কার করা নতুন ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই খবরটি ভুল।
প্রথমে আমরা গুগলে অনুসন্ধান শুরু করি বিশ্বভারতীর দ্বারা আবিষ্কার করা এই ব্যাক্টেরিয়ার সম্পর্কে। এই পর্যায়ে Times Of India এ ২২শে ডিসেম্বর ও The Hinduর ২৬শে ডিসেম্বর ২০২৩ সালের রিপোর্ট পাই যেখানে এই ব্যাকটেরিয়ার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। বিশ্বভারটির উদ্ভিদবিদ্যা বিভাগকে একটি দল কিছুদিন আগে গাছের উপযোগী একটি ভালো জীবাণু আবিষ্কার করেছে যা গাছের বৃদ্ধি, ফলনে অবাক করা কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক বোম্বা দাম PTIকে জানিয়েছেন এই ব্যাকটেরিয়া কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটানোর ক্ষমতা রাখে।
একই তথ্য আমরা Indian Journal Of Microbiology র রিপোর্ট পাই যা ১৪ই ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। রাজু বিশ্বাস, অরিজিৎ মিশ্র, অনির্বান চক্রবর্তী, সন্দীপ ঘোষ, পূজা মুখার্জী ও বোম্ব দামের নাম এখানে উল্লেখ করা রয়েছে। এখানে ব্যাকটেরিয়াটির রাসায়নিক গঠনের সম্পর্কে আরো বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে উৎসর্গ করা এই ব্যাকটেরিয়ার নাম রাখা হয়েছে – Pantoea Tagorei.
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে বিশ্বভারতীর আবিষ্কার করা নতুন ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই খবরটি সঠিক নয়, ওনার নামে উৎসর্গ করা এই জীবাণুর নাম Pantoea Tagorei.
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Paromita Das
November 29, 2024
Vasudha Beri
November 29, 2024
Paromita Das
November 27, 2024
|