schema:text
| - সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে সুপার এইট রাউন্ড থেকে বাদ পড়ে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দাবি প্রচারিত হচ্ছে। প্রচারিত দাবিটি হচ্ছে, দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উক্ত আসরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, “আমাদের পারফর্মেন্সের কথা বাদ দিয়ে আপনারা আপনাদের ইমান নিয়ে চিন্তা করুন। ১৮ কোটি মানুষ কারো দোয়া কবুল হয়নি।”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমাদের পারফর্মেন্সের কথা বাদ দিয়ে আপনারা আপনাদের ইমান নিয়ে চিন্তা করুন। ১৮ কোটি মানুষ কারো দোয়া কবুল হয়নি।” শীর্ষক কোনো মন্তব্য নাজমুল হোসেন শান্ত করেননি। বরং সার্কাজমের উদ্দেশ্যে তৈরি মন্তব্যটি আসল ভেবে নাজমুল হাসান শান্তকে উদ্ধৃত করে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে দাবিটির সূত্রপাতের খোঁজে একাধিক ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
Sohag’s Sports analysis নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৮ জুন রাত ৯ টা ৩৯ মিনিটে পোস্টকৃত এই পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, “অশান্ত | #justforfun”। উক্ত পোস্টে এ সংক্রান্ত দাবির বিষয়ে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। ক্যাপশনের হ্যাশট্যাগ দেখে বোঝা যায়, ফটোকার্ডটি মজার ছলে বানানো হয়েছে। অতঃপর, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কোনো গণমাধ্যমের লোগো নেই যা সাধারণত কোনো আসল ফটোকার্ডে অনুপস্থিত থাকে না। তবে, মায়ের দোয়া টিভি নামে একটি নাম উল্লেখ আছে। কিন্তু, উক্ত নামে কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যম বা গণমাধ্যম পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত ব্যর্থতার কারণে নেটিজেনরা রসিকতার স্বরে বা ব্যঙ্গাত্মকভাবে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলকে সাম্প্রতিক সময়ে “মায়ের দোয়া ক্রিকেট টিম” নামে অভিহিত করেন। এমনকি গত জুন মাসের প্রথম সপ্তাহে সাংবাদিকদের সাথে আড্ডায় বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানও রসিকতার স্বরে বলেন, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি। সেজন্য দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি।’ অর্থাৎ, “মায়ের দোয়া” শব্দগুচ্ছ বাংলাদেশ ক্রিকেট দলের সাথে ব্যাঙ্গাত্মক বা রসিকতার স্বরে সাম্প্রতিক সময়ে ব্যবহৃত হচ্ছে।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির স্বপক্ষে বিশ্বস্ত সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে সুপার এইট রাউন্ড থেকে বাদ পড়ে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। এরই প্রেক্ষিতে সম্প্রতি দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উক্ত আসরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, “আমাদের পারফর্মেন্সের কথা বাদ দিয়ে আপনারা আপনাদের ইমান নিয়ে চিন্তা করুন। ১৮ কোটি মানুষ কারো দোয়া কবুল হয়নি।” শীর্ষক দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাজমুল হোসেন শান্ত এরকম কোনো মন্তব্য করেননি। মূলত, সার্কাজমের উদ্দেশ্যে সর্বপ্রথম একটি ফেসবুক পেজ থেকে এরকম ফটোকার্ড প্রকাশ করা হয়েছিল।
সুতরাং, “আমাদের পারফর্মেন্সের কথা বাদ দিয়ে আপনারা আপনাদের ইমান নিয়ে চিন্তা করুন। ১৮ কোটি মানুষ কারো দোয়া কবুল হয়নি” শীর্ষক একটি মন্তব্য বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তের নামে প্রচার করা হচ্ছে যা মূলত সার্কাজমের উদ্দেশ্যে তৈরি।
তথ্যসূত্র
- Sohag’s Sports analysis – Facebook Post
- Samakal – ‘আমরা তো মায়ের দোয়া টিম’, সাকিবের রসিকতা
- Rumor Scanner’s own analysis
|