schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক যুবককে তার রিক্সা খোয়ানোর জন্য কাঁদতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে বলা হয়েছে এই দেশের গরিবদের জন্যই একমাত্র আইন ,কানুন।
এই একই কীওয়ার্ড দিয়ে খোঁজার পর জানতে পারি এই ভিডিওটি দেদার শেয়ার হয়েছে ফেসবুকে।
ভাইরাল একটি ভিডিও থেকে কিছু স্ক্রিনশট নিই। যার রিক্সা সেই যুবকের থেকে এই ঘটনার সম্পর্কে জানার জন্য এক টিভি চ্যানেলের সাংবাদিক তাকে কিছু প্রশ্ন করে, সেই টিভি চ্যানেলের নাম যমুনা নিউজ যা ভারতের নয় বাংলাদেশের।
এই সূত্র ধরে খোঁজার পর ফেসবুকের কিছু ছবির লিংক পাই যেখানে এই যুবকে দেখা গেছে। সোলাইমান সুখন নামের বাংলাদেশের বিখ্যাত অনুপ্রেরণামূলক বক্তার প্রোফাইল থেকে ছবিটি পাই। জানা যায় এই যুবকের নাম ফজলুর রহমান, বাংলাদেশের জিগাতলা থেকে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদের সময় তারও রিক্সাও তুলে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে লকডাউন চলাকালীন দোকানের কাজ হারিয়ে ধারদেনা করে ৮০ হাজার টাকা দিয়ে এই রিক্সা কেনে।
কিছু কীওয়ার্ড দিয়ে খোঁজার পর bdnews24.com, Zee news বাংলা, News18, Dhak Tribune এ এই ঘটনার কথা বিশদে জানতে পারি। জানা যায় তার রুজি রোজগারের শেষ সহায় সম্বল টুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়ার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই বাংলাদেশের কিছু উদ্যোক্তা সাহায্যের হাত বাড়িয়ে দেয় ফজলুরের দিকে।সোলাইমানের ফেসবুক পেজ থেকেও ফজলুরের ছবি ও ভিডিও পাওয়া যায় এই ঘটনার পর যেখানে তাকে নগদ নামক একটি ডিজিটাল অর্থনৈতিক সংস্থার তরফ থেকে সাহায্য করা হয়।
ভারতের গরিবদের জন্যই একমাত্র আইন ,কানুন এই ক্যাপশনের সাথে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা আসলে বাংলাদেশের। শেখ হাসিনার সরকার থেকে ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদের ফলে ফজলুর রহমান তার রিক্সা হারায়।
Zee Bangla: https://zeenews.india.com/bengali/photos/dhaka-south-city-corporation-on-monday-launched-a-drive-to-evict-battery-powered-rickshaws-in-the-jigatala-area-of-the-capital-342990/-342994
News18: https://www.news18.com/news/buzz/social-media-comes-to-the-rescue-of-bangladeshi-rickshaw-driver-after-officials-seize-his-vehicle-2946135.html
Dhaka Tribune: https://www.dhakatribune.com/bangladesh/dhaka/2020/10/08/rickshaw-puller-turns-entrepreneur-with-help-from-shwapno
bdnews24.com: https://www.facebook.com/bdnews24/videos/695871531354356
Facebook Post: https://www.facebook.com/solaimanshukhon/photos/a.1045709955479012/3415228765193774/ https://www.facebook.com/solaimanshukhon/posts/3412133678836616
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
March 15, 2024
Paromita Das
May 6, 2020
|