schema:text
| - সম্প্রতি, ভারত থেকে আসা পানির ঢলে সিলেটের একটি পরিবারের বেশ কয়েকজন সদস্য ভেসে গিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাহাড়ি ঝিরির প্রবল শ্রোতে এর মাঝখানে একই সাথে নানা বয়সী বেশ কয়েকজন ব্যক্তি আটকা পড়ে আছেন। যাদের বাঁচাতে বেশ কয়েকজন এগিয়ে আসলেও তারা তাদের কাছ পর্যন্ত পৌছাতে ব্যর্থ হন। পরবর্তীতে ভিডিওটির শেষাংশে হড়কাবানে আটকে পড়ে প্রত্যেকেই ভেসে যেতে দেখা যায়।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ভারত থেকে আসা পানির শ্রোতে সিলেটে একই পরিবারের সদস্যদের ভেসে যাওয়ার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ভারতের পুনে জেলার লোনাবলার ভুষি ড্যামে ঝড়ার হড়কাবানে একই পরিবারের সাত সদস্য ভেসে যাওয়ার সাম্প্রতিক ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এবিষয়ে অনুসন্ধানে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে Nalini Unagar নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ২ জুলাই করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টটিতে ব্যবহৃত ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর দৃশ্যের সাথে উক্ত ছবির হুবহু মিল রয়েছে। ছবিটিতেও কয়েকজন মানুষকে একই স্থানে একইভাবে পানির স্রোতে আটকে পড়া অবস্থায় দেখতে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন দাবি করা হয়, এটি ভারতের পুনে অঞ্চলের লোনাবলা এলাকার ভুষি ড্যামের ঘটনা।
উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি গণমাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ১ জুলাই ভারতে ঝর্ণার পানিতে ভেসে গেলো একই পরিবারের ৭ জন (ভিডিও) | India Family Swept Away | Jamuna TV শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি জানা যায়, পরিবারটি অবকাশ যাপনের উদ্দেশ্যে ভুষি বাধের নিকটবর্তী একটি ঝর্ণায় যায়। পানি কম থাকায় পরিবারের সদস্যরা ঝর্ণাতে নামেন। কিন্তু আকস্মিক হড়কাবানে তারা সেখানেই আটকা পড়ে যান। এসময় আশেপাশের লোকজন তাদের উদ্ধার করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরবর্তীতে হড়কাবানে শিশুসহ পরিবারের ৭ জন সদস্য ভেসে যায়।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, উক্ত ঘটনায় পরবর্তীতে দুজন সাতরে পার হতে সক্ষম হন এবং ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু বাকি দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
অর্থাৎ, ভারতের পুনে অঞ্চলের ঘটনাকে বাংলাদেশের সিলেটের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।
এছাড়াও সিলেটে সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢলে একই কায়দায় কোনো পরিবারের একাধিক সদস্যের হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানতে প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করা হলেও গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, গত ৩০ জুন ভারতের পুনে অঞ্চলের লোবাবলা এলাকার ভুষি ড্যামে অবকাশ যাপনের জন্যে যাওয়া এক পরিবারের ৭ জন সদস্য ঝর্ণার হড়কাবানে ভেসে যায়। যাতে দুজন সাতরে বেচে গেলেও তিনজন নিহত হন। বাকি দুজন এখনও নিখোঁজ রয়েছেন। উক্ত ঘটনার একটি ভিডিও সেদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকেই সাম্প্রতিক সময়ে ভারত থেকে আসা পানির ঢলে সিলেটের একটি পরিবার ভেসে যাওয়ার ঘটনা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, সাম্প্রতিক সময়ে সিলেটে এমন কোনো ঘটনা ঘটেনি।
সুতরাং, ভারতে পানির ঢলে একই পরিবারের ৭ সদস্যের পানিতে ভেসে যাওয়ার দৃশ্যকে বাংলাদেশের সিলেটের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Nalini Unagar X (Twitter) Post
- Jamuna TV Youtube Channel: ভারতে ঝর্ণার পানিতে ভেসে গেলো একই পরিবারের ৭ জন (ভিডিও) | India Family Swept Away | Jamuna TV
- Rumor Scanner’s Own Analysis
|