schema:text
| - Authors
Claim: সিপিএম নেতা বিমান বসুর পাশাপাশি মিছিলে হেঁটেছেন আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়।
Fact: ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।
আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির সাজার আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। যদিও সম্প্রতি রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায়, মামলা দায়ের করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থা, অর্থাৎ সিবিআইয়ের। সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই।
এই পরিস্থিতিতে সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি ছড়িয়েছে, যেখানে আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে, সিপিএম-এর মিছিলে বিমান বসু-সহ অন্যান্য নেতাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটির সঙ্গে লেখা রয়েছে, “RG KAR এর ধর্ষক সঞ্জয় রায় ভামফ্রড চেয়ারম্যান বিমান বসুর ঘনিষ্ট তথা CPM এর সক্রিয় সদস্য!!” (বানান অপরিবর্তিত)। ছবিটি ফেসবুকে পোস্ট করে অনেকে দাবি করেছেন, “RG KAR এর ধর্ষক সঞ্জয় রায়ের বাঁচাতে সিপিএম এতো মরিয়া কেন দেখুন একটি ফুটেজ। (CPM এর সক্রিয় সদস্য সঞ্জয় )!!” (বানান অপরিবর্তিত)
Fact Check/ Verification
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, স্টক ইমেজ ওয়েবসাইট alamy.com তে ২০২৪ সালের ২৬ জুন একই ছবি আপলোড করা হয়েছিল। বিবরণ থেকে জানা যায় যে, ওই দিন প্য়ালেস্তাইনের সমর্থনে এবং ইজরায়েলের বিরুদ্ধে কলকাতার রাজপথে মিছিল করেছিল সিপিএম-সহ অন্য বামপন্থী দলেরা। ছবিটি সেই মিছিলের।
কেবলমাত্র সেখানে সঞ্জয় রায়ের বদলে অন্য একজন ব্য়ক্তির মুখ দেখতে পাওয়া যায়।
আরও একটি স্টক ইমেজ ওয়েবসাইট shutterstock.com -তেও একই দিন, একই বিবরণ-সহ ছবিটি আপলোড করা হয়েছিল।
এছাড়া, সোশ্য়াল মিডিয়ায় সার্চ করে আমরা সঞ্জয় রায়ের সঙ্গে সিপিএম দলের কোনও যোগ সংক্রান্ত তথ্য় পাইনি।
Conclusion
এখন এটা স্পষ্ট যে, ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।
Result: Altered Media
Sources
Image by alamy.com, Dated June 26, 2024
Image by shutterstock.com, Dated June 26, 2024
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
|