About: http://data.cimple.eu/claim-review/7171447b124eeab4b7c654613ec3a95b88270a4d1b5a9b020e0cc53a     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • চলতি মাসে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসের এবারের আসর বসেছে ফ্রান্সের প্যারিসে। সম্প্রতি, ডায়ান ফ্রিডম্যান নামের ১০৩ বছর বয়সী এক বৃদ্ধা অলিম্পিকে দৌড়ের বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন শীর্ষক দাবিতে তার ছবিসহ একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। একই দাবিতে ভারতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডায়ান ফ্রিডম্যান কখনোই অলিম্পিকে অংশগ্রহণ করেননি বরং যুক্তরাষ্ট্রের ‘মিশিগান সিনিয়র অলিম্পিক’ নামে একটি স্থানীয় প্রতিযোগিতায় তার দৌড়ের রেকর্ডগুলো অলিম্পিকে করা রেকর্ড দাবিতে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে ডায়ান ফ্রিডম্যান সম্পর্কে কিছু সংবাদ (১, ২) খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদগুলো থেকে জানা যায়, ডায়ান ফ্রিডম্যান ২০২১ সালে মিশিগান সিনিয়র অলিম্পিকে ১০০-১০৪ বছর বয়সীদের ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নতুন বিশ্ব রেকর্ড করেন। ২০২১ সালে তার বয়স ছিলো ১০০ বছর। তিনি ১০০ মিটার ও ২০০ মিটার দূরত্ব অতিক্রম করতে যথাক্রমে সময় নিয়েছেন ৩৬.৭১ সেকেন্ড ও ১ মিনিট ২৯.৭৮ সেকেন্ড। ২০২১ সালের ১৭ আগস্ট Bruce Sherman নামের একটি ইউটিউব চ্যানেল থেকে উক্ত প্রতিযোগিতায় ডায়ান ফ্রিডম্যানের দৌড়ের ভিডিও প্রচার করা হয়। একই আসরে তিনি বর্শা নিক্ষেপে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ১০০-১০৪ বছর বয়সীদের রেকর্ড ভাঙেন। এছাড়াও, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ডায়ান ফ্রিডম্যানের অলিম্পিকে অংশ নেয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে অলিম্পিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে অলিম্পিকের সবচেয়ে বয়স্ক অংশগ্রহণকারী সম্পর্কে তথ্য পাওয়া যায়। অস্কার শোয়ান নামের ঐ ব্যক্তি ৭২ বছর ২৮১ দিন বয়সে সুইডেনে অনুষ্ঠিত ১৯২০ সালের অলিম্পিকে শুটিং প্রতিযোগিতায় অংশ নেয়। আজ অবধি অলিম্পিকে সবচেয়ে বয়স্ক অংশগ্রহণকারীর রেকর্ডটি তার দখলে রয়েছে। মূলত, ডায়ান ফ্রিডম্যান নামের ১০৩ বছর বয়সী এক বৃদ্ধা ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ‘মিশিগান সিনিয়র অলিম্পিক’ এ অংশ নিয়ে ১০০-১০৪ বছর বয়সীদের ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতার নতুন বিশ্বরেকর্ড করেন। সম্প্রতি, তার উক্ত প্রতিযোগিতায় করা রেকর্ডকে অলিম্পিকে অংশ নিয়ে রেকর্ড ভাঙার দাবিতে প্রচার করা হয়। তবে, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ডায়ান ফ্রিডম্যান কখনোই অলিম্পিকে অংশ নেননি। এছাড়াও, অলিম্পিকের সবচেয়ে বয়স্ক অংশগ্রহণকারীর রেকর্ড অস্কার শোয়ানের নামে যিনি ১৯২০ সালে ৭৬ বছর ২৮১ দিন বয়সে অংশ নিয়েছিলেন। সুতরাং, ডায়ান ফ্রিডম্যান নামের এক বৃদ্ধা অলিম্পিকের দৌড় প্রতিযোগিতায় বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Growing Bolder: Watch 100-Year-Old Diane Friedman Break World Records for 100-, 200-Meter Dash - WKYC: Lyndhurst track and field star Diane Friedman still breaking records at 100 years old - Bruce Sherman: Diane “Flash” Friedman – 100m at MSO - Olympics Youtube: Who is the oldest olympian ever? - Olympics Website: Who is the oldest olympian ever? - Rumor Scanner’s Own Research
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software