schema:text
| - বাজারে ১০০ টাকার বর্তমান যে নোটের প্রচলন রয়েছে তাতে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসব নোট থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে নেওয়ার দাবি উঠেছে৷ এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমো শেখ মুজিবের ছবি বিহীন ১০০ টাকার নোটের উভয় পৃষ্ঠের দুইটি ছবি সংযুক্ত করে দাবি প্রচার করা হচ্ছে, “টাকা মুজিব মুক্ত হওয়া শুরু হয়েছে।”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১০০ টাকার নোটগুলোর ছবি সম্প্রতি ইস্যুকৃত নয় বরং নব্বইয়ের দশকের এসব নোটকে ভুয়া এই দাবিতে প্রচার করা হচ্ছে৷
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে উক্ত নোটের ছবিগুলো পর্যবেক্ষণ করলে তাতে গভর্নর হিসেবে লুৎফর রহমান সরকারের স্বাক্ষর দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা যায়, লুৎফর রহমান সরকার বাংলাদেশ ব্যাংকের ৬ষ্ঠ গভর্নর ছিলেন এবং গভর্নর হিসেবে তার সময়কাল ২১ নভেম্বর ১৯৯৬ থেকে ২১ নভেম্বর ১৯৯৮ সাল পর্যন্ত। অপরদিকে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে আছেন ড. আহসান এইচ. মনসুর। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর হিসেবে গত ১৪ আগস্ট থেকে দায়িত্বে আছেন। মূলত কোনো ব্যাংক নোট প্রকাশ হলে তাতে দায়িত্বে থাকা গভর্নরের স্বাক্ষর থাকে। উক্ত ব্যাংকনোট সম্প্রতি প্রকাশ হলে তাতে বর্তমান গভর্নর আহসান এইচ. মনসুরের স্বাক্ষর থাকার কথা৷ কিন্তু, তাতে লুৎফর রহমান সরকারের স্বাক্ষর রয়েছে যা প্রাথমিকভাবে নিশ্চিত করে যে উক্ত নোটটি ২১ নভেম্বর ১৯৯৬ থেকে ২১ নভেম্বর ১৯৯৮ সময়কালীন সময়ে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও প্রকাশিত নোটগুলোর ছবি পাওয়া যায়৷ ওয়েবসাইটে এ যাবতকালে প্রকাশিত ১০০ টাকার নোটগুলোর তালিকা ও ছবি দেখলে ১৯৭৭ সালে ইস্যু করা একটি নোট পাওয়া যায়, যার সামনের অংশে ঢাকার তারা মসজিদ এবং পিছনের অংশে লালবাগ কেল্লার ছবি দেখতে পাওয়া যায়। উক্ত নোটটিকে কিছুটা পরিমার্জন করে ১৯৮৩ সালে আরেকটি নোট আনা হয়। উক্ত পরিমার্জিত নোটটির সাথে প্রচারিত নোটটির মিল পাওয়া যায়।
পরবর্তী ১০০ টাকার নোটের ইস্যুর তারিখ দেখা যায় ২০০১ সাল; যা প্রমাণ করে লুৎফর রহমান সরকার গভর্নর পদে থাকাকালীন সময়ে উক্ত নোটটি বাজারে প্রচলিত ছিল এবং নোটটি ১৯৯৮ সাল বা তার পূর্বে বাজারে এসেছিল।
প্রচারিত উক্ত ছবিটির উৎসের অনুসন্ধানে গেল সপ্তাহে উক্ত নোটের ছবি সম্বলিত সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়, যেখানে একজন ব্যক্তি দাবি করেন তার কাছে পুরাতন ১০০ টাকার কিছু ফ্রেশ নোট আছে। কারো প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করতেও বলেন তিনি। রিউমর স্ক্যানারের পক্ষ থেকে এ বিষয়ে জানতে যোগাযোগ করার পর তিনি পোস্টটি সরিয়ে নেন৷ তবে তার পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি।
এছাড়া, সাম্প্রতিক সময়ে বাজারে ১০০ টাকার নতুন কোনো নোট আসার সংবাদ নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। তবে, চলতি মাসে গণমাধ্যম সূত্রে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১,০০০ টাকার ব্যাংক নোট নতুন করে ছাপানোর ঘোষণা দিয়েছে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এসব নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে। অর্থাৎ, এখন পর্যন্ত নতুন নোট বাজারে আসেনি।
সুতরাং, পুরোনো ইস্যুকৃত নোটকে সম্প্রতি ছাপানো নতুন ১০০ টাকার নোট দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh Bank – Mr. Lutfar Rahman Sarkar
- Bangladesh Bank – Dr. Ahsan H. Mansur
- Bangladesh Bank – Notes – Taka one hundred
- Samakal – টাকায় থাকছে না বঙ্গবন্ধুর ছবি
- Rumor Scanner’s own analysis
|