schema:text
| - সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঘটেছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা, এসেছে বহু হতাহতের খবরও। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে কিছু ব্যক্তিদের ফেলে দেওয়ার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, কুমিল্লার বিল্ডিংয়ের ছাদ থেকে শিক্ষার্থীদের ফেলে দিচ্ছে ছাত্রলীগ।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওটি প্রায় ৪০ হাজার বার দেখা হয়েছে এবং ১ হাজার ৫ শত এরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
পোস্টে ভিডিও সংযুক্ত করা ছাড়া উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত ভিডিওটি চট্টগ্রামে ধারণকৃত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
শিক্ষার্থীদের বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে দিচ্ছে ছাত্রলীগ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থীদের ছাদ থেকে ফেলে দেওয়ার দৃশ্য নয়। এমনকি ঘটনাটি কুমিল্লারও নয় বরং চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থী পরিচয়ধারীদের কর্তৃক ছাত্রলীগের কর্মীদের ভবনের ছাদ থেকে ফেলে দেওয়ার দৃশ্য এটি।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে গত ১৬ জুলাই প্রকাশিত এ সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে বলা হয়, চট্টগ্রামের মুরাদপুরে ভবনের ছাদ থেকে ফেলা হচ্ছে ছাত্রলীগ কর্মীদের।
এছাড়া, মূলধারার সংবাদমাধ্যম কালবেলার ইউটিউব চ্যানেলেও উক্ত বিষয়ে একটি ভিডিও পাওয়া যায়, যেখানে বলা হয়, চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকর্মীদের পাঁচ তলার ছাদ থেকে ফেলে দেওয়ার দৃশ্য এটি।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার সংবাদমাধ্যম আজকের পত্রিকা এ বিষয়ে সংবাদ পাওয়া যায়। সংবাদটি পড়ে জানা যায়, গত ১৬ জুলাই বিকেলে চট্টগ্রামের মুরাদপুরে জড়ো হন শিক্ষার্থীরা। সে সময় কোটাবিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ- যুবলীগের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের মধ্যে ধাওয়া খেয়ে ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী একটি পাঁচ তলা ভবনের ছাদে আশ্রয় নেন। পরে আন্দোলনকারীরা ওই ভবনে উঠে কর্মীদের মারধর শুরু করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। অন্তত তিনজন ছাত্রলীগ কর্মী ছাদ থেকে পড়ে যায়। তবে, কোটা আন্দোলনকারীদের অনেকে দাবি করছেন, ছাত্রলীগের একটি অংশ ওই ভবনের ছাদে গিয়ে পাথর নিক্ষেপ করেন। পরে আন্দোলনকারীরা গিয়ে প্রতিহত করেন।
এছাড়া, এ বিষয়ে দেশীয় সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর প্রতিবেদন পড়ে জানা যায়, চট্টগ্রামের মুরাদপুরে গত ১৬ জুলাই কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ চলাকালে একটি ভবনের ছাদ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের ফেলে দেওয়া হয়। নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ছাত্রলীগ কর্মীদের ওই ভবনে আটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে মাথায় এবং হাতে-পায়ে। একজনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। পাঁচ-ছয়জনকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। কোটা বিরোধীর নামে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের সন্ত্রাসীরা এই হামলা করেছে। তবে হামলার বিষয়টি অস্বীকার করে কোটা বিরোধী আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মো. সৈয়দ হোসেন বলেন, “ছাত্রলীগ পরস্পরকে চিনতে না পেরে নিজেরা নিজেদের মেরেছে। আমরা সাধারণ অন্দোলনকারী। আমাদের হাতে কোনো কিছু ছিল না।”
তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে উক্ত ভবন থেকে আন্দোলনকারীদের ফেলে দেওয়া হয়েছিল দাবির স্বপক্ষে বিশ্বস্ত সূত্রে কোথাও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি৷
মূলত, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়, উক্ত ভিডিওটিতে ছাদ থেকে পড়ে যেতে দেখা ব্যক্তিরা দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করা আন্দোলনকারী এবং তাদেরকে ছাত্রলীগের কর্মীরা বিল্ডিং থেকে ফেলে দিচ্ছে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামে আন্দোলনকারী পরিচয়ধারী ব্যক্তিরা ছাত্রলীগের কর্মীদের ছাদ থেকে ফেলে দেওয়ার দৃশ্য এটি।
সুতরাং, আলোচিত ভিডিওটি প্রচার করে, ছাত্রলীগ কর্মীরা ছাদ থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ফেলে দিচ্ছে মর্মে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Maasranga – চট্টগ্রামের মুরাদপুরে ভবনের ছাদ থেকে ফেলা হচ্ছে ছাত্রলীগ কর্মীদের | Maasranga News
- Kalbela – চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকর্মীদের পাঁচ তলার ছাদ থেকে ফে’লে দেওয়ার দৃ’শ্য | Chhatra League |Chittagong
- Ajker Patrika – চট্টগ্রামে আন্দোলনকারীদের ধাওয়ায় ৫ তলার ছাদ থেকে পড়ে ৩ ছাত্রলীগকর্মী জখম
- BDNews24 – এ ছাত্রলীগ করে, একে মেরে ফেল
- Rumor Scanner’s own analysis
|