schema:text
| - সম্প্রতি, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে মন্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে, “জামাত ইসলামের নিষিদ্ধপত্র লিপিবদ্ধ রয়েছে ৩০ লক্ষ শহীদের কবরফলকে” শীর্ষক মন্তব্য মোস্তফা সরোয়ার ফারুকী করেছেন দাবিতে ফেস দ্যা পিপল এর লোগো যুক্ত একটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোস্তফা সরোয়ার ফারুকীকে জড়িয়ে “জামাত ইসলামের নিষিদ্ধপত্র লিপিবদ্ধ রয়েছে ৩০ লক্ষ শহীদের কবরফলকে” শীর্ষক শিরোনামে ফেস দ্য পিপল কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ফেস দ্যা পিপল এর ফেসবুক পেজে গত ২১ অক্টোবর প্রচারিত একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, মোস্তফা সরোয়ার ফারুকীও এমন মন্তব্য করেননি।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ফেস দ্যা পিপল এর লোগো রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে ‘Face The People-ফেস দ্যা পিপল’ পেজবুক পেজ পর্যবেক্ষণ করে এমন মন্তব্য যুক্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, পর্যবেক্ষণে গত ২১ অক্টোবর “খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে” মোস্তফা সরোয়ার ফারুকীর মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যলোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সাথে এর মিল খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে “খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে” শীর্ষক শিরোনামের পরিবর্তে “জামাত ইসলামের নিষিদ্ধপত্র লিপিবদ্ধ রয়েছে ৩০ লক্ষ শহীদের কবরফলকে” লেখা হয়েছে।
অর্থাৎ, ফেস দ্যা পিপল এর ফটোকার্ডটি সম্পাদনা করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
পরবর্তীতে, ফারুকী এমন কোনো মন্তব্য করেছেন কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গত ২১ অক্টোবর ফেসুবকে দেওয়া ফারুকীর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে ফারুকী লিখেছেন, ‘খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে।’
সুতরাং, “জামাত ইসলামের নিষিদ্ধপত্র লিপিবদ্ধ রয়েছে ৩০ লক্ষ শহীদের কবরফলকে” শীর্ষক মন্তব্য মোস্তফা সরোয়ার ফারুকী করেছেন দাবিতে ফেস দ্যা পিপল এর নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- জনতার চোখ: উনি তো কিছুই বলে গেলেন না…
- Face The People-ফেস দ্যা পিপল: Facebook Post
- Mostofa Sarwar Farooki: Facebook Post
- Rumor Scanner’s Own Analysis
|