schema:text
| - সম্প্রতি, “দেশে বসে বিদেশের ৪টি কোম্পানি সামলান তিনি” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দেশে বসে বিদেশের চারটি কোম্পানি সামলানোর খবরটি সাম্প্রতিক সময়ের নয় বরং সংবাদটি দুই বছর পূর্বের।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে ২০১৯ সালের ১০ মার্চে “দেশে বসে বিদেশের চার কোম্পানি সামলান বাংলাদেশের মেরিলিন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, প্রথম আলোর দুই বছর পূর্বের প্রকাশিত প্রতিবেদনের লেখাটিকে হুবহু কপি করে সাম্প্রতিক সময়ে কোনো তারিখ উল্লেখ ছাড়াই বেনামী অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে পুনরায় প্রচার করা হচ্ছে।
মেরিলিন আহমেদ মূলত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ ও পরবর্তী সময়ে মানবসম্পদ বিষয়ক ডিপ্লোমা পিজিডিএইচআর করে দেশের কয়েকটি বড় বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে কৃতিত্বের সহিত দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে সানোফি বাংলাদেশ লিমিটেড, অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্ক, অর্ডারবক্স এবং ফ্রান্সের স্টার অব সার্ভিস অন্যতম।
আরো পড়ুনঃ অভিনেত্রী মাহির পুরোনো বক্তব্য বিভ্রান্তিকর শিরোনামে পুনরায় প্রচার
উল্লেখ্য, মেরিলিন আহমেদ বর্তমানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর ডেপুটি হেড অফ হিউমান রিসোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
অর্থাৎ, দুই বছর পুরোনো একটি সংবাদকে হুবহু কপি করে কোনো তারিখ উল্লেখ ব্যতীত অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: দেশে বসে বিদেশের ৪টি কোম্পানি সামলান তিনি
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Prothom Alo: https://www.prothomalo.com/education/science-tech/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0
- LinkedIn: https://www.linkedin.com/in/marilinahmed/?originalSubdomain=bd#
- The Daily Star: https://www.thedailystar.net/city/news/becoming-the-ceo-your-own-life-1666738
|