schema:text
| - সম্প্রতি, ‘তুরস্ক ভ্রমণে বাংলাদেশের নাগরিকদের লাগবে না ভিসা’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তুরস্ক ভ্রমণে বাংলাদেশের নাগরিকদের লাগবে না ভিসা শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের সাধারণ পাসপোর্টধারী নাগরিকদের ভিসা ছাড়া তুরস্কে ভ্রমণের নতুন সিদ্ধান্তের খবর জানা গেলেও এই তালিকায় বাংলাদেশ নেই৷
এ বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সৌদি আরবের গণমাধ্যম Saudi Gazette এর ওয়েবসাইটে গত ২৩ ডিসেম্বর Turkiye announces visa exemption for Saudis শীর্ষক শিরোনামে প্রচারিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি পর্যালোচনা করে জানা যায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত ২২ ডিসেম্বর সৌদি আরবসহ ছয়টি দেশের সাধারণ পাসপোর্টধারী নাগরিকদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে ভিসা ছাড় দেওয়ার একটি সিদ্ধান্ত জারি করেছেন। প্রতিবেদনে, ভিসা ছাড় পাওয়া দেশগুলোর তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, বাহরাইন, যুক্তরাষ্ট্র এবং ওমান। তবে এই তালিকায় বাংলাদেশের নাম পাওয়া যায়নি।
পরবর্তীতে তথ্যটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে তুর্কি গণমাধ্যম Daily Sabah এর ওয়েবসাইটে গত ২৪ ডিসেম্বর Türkiye lifts visa requirements for 6 countries, including US, Canada শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি পর্যালোচনা করে একই রকম তথ্য দেখতে পাওয়া যায়।
মূলত, গত ২২ ডিসেম্বর সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ছয়টি দেশের নাগরিকদের তুরস্কে ভিসামুক্ত প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা আসে। ফেসবুকের কিছু পোস্টে দাবি করা হয়, এই তালিকায় বাংলাদেশও রয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। উক্ত তালিকায় বাংলাদেশের নাম উল্লেখ নেই।
সুতরাং, ভিসা ব্যতীত তুরস্ক ভ্রমণের সুবিধা পাবার তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও ফেসবুকের কিছু পোস্টে তালিকায় বাংলাদেশের নাম আছে বলে দাবি করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Saudi Gazette Website: Turkiye announces visa exemption for Saudis – Saudi Gazette
- Rumor Scanner’s Own Analysis
|