schema:text
| - মক্কায় একজন মুসলিম শিশু হিন্দু ধর্মের মহাদেবের মন্ত্র পাঠ করেছে দাবিতে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ৪ লক্ষ ১৮ হাজার বার ভিডিওটি দেখা হয়েছে। ভিডিওটিতে ৩৬ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ৩ হাজার বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মক্কায় মুসলিম শিশু হিন্দু ধর্মের মহাদেবের মন্ত্র পাঠ করার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ করে survivinghijab নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৪ জুন তারিখে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে মক্কায় মুসলিম শিশু হিন্দু ধর্মের মহাদেবের মন্ত্র পাঠ করার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওর একটি দৃশ্যের সাদৃশ্য পাওয়া যায়।
ভিডিওটিতে শিশুটির কন্ঠে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক” তালবিয়া পাঠ করতে দেখা যায়। তবে সেসময় শিশুটিকে মন্ত্র পাঠ করতে দেখা যায়নি।
এছাড়া, bjoernslife82 নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১ জুন তারিখে প্রকাশিত একই স্থানে ধারণকৃত ভিডিওতে শিশুটিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক” তালবিয়া পাঠ করতে দেখা যায়।
অর্থাৎ, অনুসন্ধানে প্রাপ্ত তথ্য প্রমাণ থেকে এটা নিশ্চিত যে আলোচিত ভিডিওর থাকা মুসলিম শিশুর মন্ত্র পাঠের অডিওটি ভিডিওতে আলাদাভাবে যুক্ত করা হয়েছে। মূল ভিডিওতে এমন কোনো বিষয় ছিল না।
সুতরাং, মক্কায় মুসলিম শিশুর হিন্দু ধর্মের মহাদেবের মন্ত্র পাঠ করার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- survivinghijab – Instagram Post
- bjoernslife82 – Instagram Post
|