schema:text
| - সম্প্রতি, বগুড়ায় হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে দাবিতে ভারতীয় এক্স (সাবেক টুইটার) এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।
এক্সে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের কোনো ঘটনার নয় বরং, মুসলিম বাড়িতে আগুন লাগার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে ‘Md Rasel Mahmud’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০৭ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।
উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, বগুড়া সদর সাবগ্রাম ইউনিয়নে ক্ষিদ্রধামা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
আরও অনুসন্ধানে ‘Hakim Press Bogrua’ নামক একটি অ্যাকাউন্ট থেকে একটি দিনে প্রচারিত আরেকটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে বলা হয়, বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের ক্ষীদ্রধামা গ্রামে আগুন লেগে ৫ টি পরিবার একদম নিঃস্ব। ওইদিন বিকাল ৫ ঘটিকার সময় বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন এর ক্ষিদ্রধামা গ্রামে আগুন লাগে আগুনের সূত্রপাত প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এতে করে সাত থেকে আটটি ঘর পুড়ে যায়।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত ঘটনার বিষয়ে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া এর ওয়েবসাইটে “বগুড়া সদরের ক্ষিদ্রধামা মধ্যপাড়ায় অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে নিঃস্ব ৭ পরিবার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ‘বগুড়া সদরের ক্ষিদ্রধামা মধ্যপাড়া এলাকায় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি পরিবারের সব কিছু পুড়ে গেছে। বগুড়া ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে ওই এলাকার আবু বক্কর ও ফজলুর রহমানের বাড়ির উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ এর পোলে ইলেকট্রিক র্স্পাক হয়।’
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করা হয়।
সময় টিভির বগুড়া জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এছাড়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই মুসলিম।’
স্থানীয় জনপ্রতিনিধি সাবগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আশিকুর রহমান বলেন, ‘গত ০৭ তারিখের আগুনে পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরা সবাই মুসলিম। প্রথমে সোহেলের বাড়িতে আগুন লাগে এরপর সেই আগুন ছড়িয়ে যায়।’
আগুনে ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম সোহেল রিউমর স্ক্যানারকে বলেন, ‘আমার ঘরের চালায় বিদ্যুতের খুঁটি ছিলো। সেখান থেকে শর্টসার্কিট হয়ে আগুন লাগে। বিকাল ৫ টার দিকে আগে লেগেছিল।’
অর্থাৎ, গত ০৭ ডিসেম্বর বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মুসলিম পরিবার।
সুতরাং, বগুড়ায় মুসলিম বাড়িতে আগুন লাগার ভিডিওকে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Md Rasel Mahmud- Facebook Post
- Hakim Press Bogrua- Facebook Post
- Daily Karatoa- বগুড়া সদরের ক্ষিদ্রধামা মধ্যপাড়ায় অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে নিঃস্ব ৭ পরিবার
- Local Journalist- Statement
- UP Member- Statement
- Aminul Islam Suhel- Statement
- Rumor Scanner’s Own Analysis
|