schema:text
| - সম্প্রতি, ফেসবুকে Royal Luck নামে একটি পেজ থেকে মাগুরা- ১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের ফুটেজ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগো সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। যেখানে সাকিব আল হাসানের নিজস্ব অ্যাপ দাবিতে Banger Casino নামের একটি জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রদর্শিত হয়।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
বাংলাদেশের মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টেলিভিশনের লোগো যুক্ত করে প্রচারিত এই ভিডিওতে একজন উপস্থাপিকাকে সংবাদ পাঠ করতে দেখা যায়। সময় টেলিভিশনের লোগোর পাশে স্ক্রলে লেখা রয়েছে, “শাকিব আল হাসানের নতুন অ্যাপের ব্যবহারকারীরা গাড়ি জেতার সুযোগ পাবেন”। সংবাদ পাঠিকাকে এ সংক্রান্ত তথ্যই দিতে দেখা যায়। পরবর্তীতে, সাকিব আল হাসানের একটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। এই ফুটেজে তাকে অ্যাপটির প্রচারণা চালাতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘Banger Casino’ নামের কথিত জুয়ার অ্যাপের সাথে সাকিব আল হাসানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং সময় টিভিও এমন কোনো জুয়ার অ্যাপের প্রচারণা চালায়নি। প্রকৃতপক্ষে সাকিব আল হাসানের পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিওর সাথে এআই প্রযুক্তির সহায়তায় নকল কণ্ঠস্বর ব্যবহার করে উক্ত দাবি সম্বলিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে থাকা সংবাদ পাঠিকার ফুটেজের কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম Rtv News এর ইউটিউব চ্যানেলে গত ২৯ এপ্রিল Rtv Sondhar News | সন্ধ্যার সংবাদ | ২৯ এপ্রিল, ২০২৪ | Rtv News শীর্ষক শিরোনামে প্রচারিত একটি সংবাদ বুলেটিনের ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত সংবাদ বুলেটিনে দুজন সংবাদপাঠিকা রয়েছেন। যার মধ্যে দ্বিতীয় সংবাদ পাঠিকার সংবাদ পাঠের বেশকিছু অংশের সাথে আলোচিত ভিডিওর সংবাদপাঠিকার ফুটেজের হুবহু মিল রয়েছে। তবে ভিডিওটির কোথাও তাকে আলোচিত অ্যাপ বা সাকিব আল হাসানকে নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অন্যদিকে, ভিডিওটির স্ক্রলে সময় টিভির লোগো ব্যবহার করা হলেও সময় টিভির কোনো প্লাটফর্মেই এ সংক্রান্ত কোনো তথ্য মেলেনি।
পরবর্তীতে সাকিব আল হাসানের ফুটেজটি অনুসন্ধানে ভিডিওতে ব্যবহৃত সাকিবের ফুটেজের কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মোবাইল ফোন অপারেটর Grameenphone এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০১৯ সালের ২২ অক্টোবর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে সেরা কী? শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটির সাথে আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত সাকিব আল হাসানের ফুটেজের বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে।
পাশাপাশি জানা যায়, এটি মূলত সাকিব আল হাসানের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ নিয়ে করা একটা ভিডিও। যেখানে সাকিব আল হাসানের মতে সেরা ১৩ টি জিনিস নিয়েও আলোচনা করা হয়। তবে ভিডিওটির কোথাও তাকে জুয়ার অ্যাপ বিষয়ক কোনো আলোচনা করতে দেখা যায়নি।
ভিডিওটি প্রচার করা ফেসবুক পেজ সম্পর্কে যা জানা যায়
আলোচিত জুয়ার বিজ্ঞাপনটি Royal Luck পেজ থেকে প্রচার করা হয়েছে। প্রচারকারী পেজটি পর্যালোচনা করে দেখা যায় পেজ দুটোয় উল্লেখ্যযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি বুস্ট করে প্রচার করা হচ্ছে। এছাড়াও পেজের ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, পেজটি ফিলিপাইন, ইন্দোনেশিয়া, কুয়েত, মাদাগাস্কার, ভিয়েতনাম, ইউক্রেন ও মেক্সিকো এই সাতটি দেশ থেকে পরিচালিত হচ্ছে। পাশাপাশি জানা যায় উক্ত পেজ টি ২০২২ সালের ১২ জুলাই Funny Game নামে তৈরি করা হয়েছে এবং চলতি বছরের ২১ জুন নাম পরিবর্তন করে Royal Luck করা হয়েছে।
মূলত, সম্প্রতি ফেসবুকে Royal Luck নামে একটি পেজ থেকে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান Banger Casino নামের একটি জুয়ার অ্যাপ তৈরি করেছেন শীর্ষক দাবিতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম সময় টিভির লোগো সম্বলিত একটি বিজ্ঞানপনমূলক ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আরটিভি’র সংবাদ পাঠিকার ভিডিও, সাকিব আল হাসানের গ্রামীণফোনকে দেওয়া পুরোনো সাক্ষাৎকারের ফুটেজ এবং এআই দিয়ে তৈরি অডিও ও সময় টিভির লোগো ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
সুতরাং, সময় টিভিকে জড়িয়ে সাকিব আল হাসানের নামে প্রচারিত জুয়ার অ্যাপের বিজ্ঞাপনের দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Rtv News Youtube Channel: Rtv Sondhar News | সন্ধ্যার সংবাদ | ২৯ এপ্রিল, ২০২৪ | Rtv News
- Grameenphone Facebook Page: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে সেরা কী?
- Rumor Scanner’s Own Analysis
|