schema:text
| - সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের রুটি বানানোর দৃশ্য দাবিতে একটি ছবি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে দেশিয় মূলধারার গণমাধ্যম জনকণ্ঠ’র ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
যদিও উক্ত পোস্টের মন্তব্যঘরে দেওয়া এ বিষয়ে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদনে গণমাধ্যমটি আলোচিত ছবিটিকে ভিন্ন দুই শিক্ষার্থীর বলে উল্লেখ করেছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুটি বানানোর ভাইরাল ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নয় বরং, ছবিটি ভিন্ন দুই শিক্ষার্থীর। প্রকৃতপক্ষে, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাত ও তার বন্ধু মো: সাইফুল্লাহ আল হাদীর এই ছবিটি ক্যাম্পাসের পাশে মেসে থাকাকালীন ২০২২ সালে ধারণকৃত।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাত এর ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ২৭ জুলাই প্রকাশিত একটি পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিতে দুজন তরুণকে রুটি বানাতে দেখা যায়।
ছবিটির বিষয়ে বিস্তারিত জানতে পোস্টদাতা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাতের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, “ছবিটা আমাদেরই। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর শিক্ষার্থী। ক্যাম্পাস পার্শ্ববর্তী মেসে থাকাকালীন ২৭ জুলাই ২০২২ দুই বন্ধু মিলে রুটি বানাচ্ছিলাম, সেই ছবি।”
অর্থাৎ, আলোচিত এই ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নয়।
সুতরাং, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিন্ন দুই শিক্ষার্থীর ছবিকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Saifuddin Ahmed Refath Facebook: Post
- Statement from Saifuddin Ahmed Refath
- Rumor Scanner’s Own Analysis
|