About: http://data.cimple.eu/claim-review/b44f430e9fd25ee3e1c62129c183a99b15ed62da79c7b7f5507e3a43     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ইসলাম নিয়ে সমাজবাদী দলের নেতার মন্তব্যের ভিডিও ভুয়ো দাবি সহ জিইয়ে উঠল বুম দেখেছে, ভিডিওটি এসপি নেতা মাবিয়া আলির, যিনি মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালনের প্রমাণ পেশের রাজ্য সরকারি নির্দেশের বিরোধিতা করছিলেন। সমাজবাদী পার্টির বিধায়ক মাবিয়া আলির একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন যে, তিনি আগে মুসলমান, পরে ভারতীয়। এই নিয়ে তোলা ২০১৭ সালের পুরনো একটি ভিডিওকে বর্তমানের নাগরিকত্ব সংশোধনী আইন-বিরোধী আন্দোলনের অংশ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অথচ আলির মন্তব্য ছিল উত্তরপ্রদেশের তদানীন্তন সরকারের একটি নির্দেশনামার প্রেক্ষিতে, যাতে প্রতিটি মাদ্রাসাকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রমাণ পেশ করতে বলা হয়েছিল। আরও মজার ব্যাপার হল, এস-পি নেতা মাবিয়া আলিকে বর্তমানে ভাইরাল হওয়া পোস্টে কংগ্রেস নেতা নাসিমুদ্দিন সিদ্দিকি বলে চালানো হচ্ছে। ২০১৬ সাল পর্যন্ত মাবিয়া আলি কংগ্রেসেই ছিলেন, যখন তিনি দেওবন্দ কেন্দ্রের উপনির্বাচনে উত্তরপ্রদেশ বিধানসভায় সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৭-র বিধানসভা নির্বাচনে আলি সমাজবাদী পার্টির (এস-পি) প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ান এবং বিজেপি প্রার্থীর কাছে পরাস্ত হন। ২৫ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে আলিকে বলতে শোনা যাচ্ছে: "প্রথমত আমি একজন মুসলমান, দ্বিতীয়ত আমি একজন ভারতীয়l যদি কোনও আইন ইসলামের মতাদর্শের বিরোধী হয়, তাহলে আমি ইসলামের পক্ষেই দাঁড়াবো, তখন আমি সংবিধান কিংবা আইন মেনে চলতে প্রস্তুত নই। আমরা দেশের প্রতি অনুগত নই, কিন্তু আমরাই দেশের নেতা। কেবল কুকুররাই অনুগত হয়।" যাচাই করা টুইটার হ্যান্ডেলগুলোও মাবিয়া আলিকে কংগ্রেস নেতা সিদ্দিকি বলে চালাচ্ছে বেশ কিছু যাচাই করা টুইটার হ্যান্ডেলও এস-পি নেতা মাবিয়া আলিকে সিদ্দিকি বলে চালিয়ে যাচ্ছে। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এবং কানাডার প্রভাবশালী টুইট ব্যবহারকারী তারেক ফাতাহও এই একই ভুল করেছেনl দুজনেই অবশ্য পরে স্বীকার করেছেন যে, ভিডিওটি মাবিয়া আলির, সিদ্দিকির নয়। It appears this Man is Mavia Ali from SP, whom many in SM projected as Nassimudin ..anyways Congress & SP are siblings ..you don't hear a single Congress neta speaking against SP— Sambit Patra (@sambitswaraj) January 1, 2020 ...basic fact being there are "Political instigation" to what we are seeing on the streets https://t.co/aSj9CUyshk নীচে তারেক ফতাহের টুইট। I've been told the Mullah in this video is one "Muawiya Ali", not Nasimuddin Siddiqui.— Tarek Fatah (@TarekFatah) January 2, 2020 তথ্য যাচাই অনুসন্ধান চালিয়ে বুম এই ভিডিওটি খুঁজে পেয়েছে, যা ৩ বছর আগে ইন্ডিয়া টুডে-র একটি সংবাদ বুলেটিনে প্রকাশ হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালের ১৪ অগস্ট ভারতীয় সংবিধানের চেয়েও ইসলামি আইনকে অধিকতর গুরুত্ব দেওয়া বিষয়ে মাবিয়া আলি বিতর্কিত মন্তব্যটি করেছিলেন, যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার রাজ্যের মাদ্রাসাগুলিতে স্বাধীনতা দিবস উদযাপন করার এবং তার প্রমাণ রেকর্ড করার বিষয়ে কঠোর নির্দেশ জারি করে। সে সময় আলি ছিলেন সমাজবাদী পার্টির বিধায়ক। ওই সংবাদ-চ্যানেলেরই একটি বিতর্কমূলক অনুষ্ঠানেও ভিডিওটি প্রদর্শিত হয়েছিল: উল্লেখ্য, কংগ্রেস নেতা নাসিমুদ্দিন সিদ্দিকি উত্তরপ্রদেশ বিধানসভার এক নির্বাচিত বিধায়ক, যাঁর সঙ্গে ওই ভিডিওটির কোনও সম্পর্কই নেই।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software