schema:text
| - সম্প্রতি, চলতি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ কে কেন্দ্র করে “শেষ অনুশীলনের আগে স্যার আমায় বলেছিলো, তোমাদের বোর্ডে অনেক পরিবর্তন দরকার” শীর্ষক মন্তব্যকে বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ শরিফুল ইসলামের মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “শেষ অনুশীলনের আগে অ্যালান ডোনাল্ড আমায় বলেছিল তোমাদের বোর্ডে অনেক পরিবর্তন দরকার” শীর্ষক কোনো মন্তব্য ক্রিকেটার শরিফুল ইসলাম করেননি। বরং ক্রিকেটার শরিফুল ইসলাম এর নামে ভুয়া এ মন্তব্য প্রচার করা হয়েছে।
গুজবের সূত্রপাত
ফেসবুকের নিজস্ব মনিটরিং টুল ব্যবহার করে দেখা যায়, গত ১২ নভেম্বর রাত ১ টা ২৬ মিনিটে ‘Sports X‘ নামক একটি ফেসবুক পেজে “শেষ অনুশীলনের আগে স্যার (ডোনাল্ড) আমায় বলেছিলো, তোমাদের বোর্ডে অনেক পরিবর্তন দরকার। শরিফুল” শিরোনামে সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) করা হয়। স্পোর্টস এক্স নামের পেজের পোস্টটিতে এই প্রতিবেদন লেখার সময় অব্দি প্রায় ৫০ হাজার মানুষ রিয়্যাক্ট করেছে, শেয়ার হয়েছে প্রায় ৫০০ বার। ফলে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উক্ত মন্তব্যটি কপি-পেস্ট হয়ে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
তাছাড়া স্পোর্টস এক্স নামের এই পেজটিতে বিভিন্ন সময়ে খেলাধুলা বিষয়ক ভুয়া তথ্য এবং মন্তব্য প্রচার করা হয়। উক্ত পেজ থেকে প্রচারিত গুজবের এমন দুটি ফ্যক্টচেক দেখুন এখানে এবং এখানে।
উক্ত দাবির সত্যতা যাচাইয়ে ক্রিকেটার মোহাম্মদ শরিফুল ইসলাম এর সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলো (ফেসবুক, ইনস্টাগ্রাম) পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু তার কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার পক্ষ থেকে ডোনাল্ডকে নিয়ে কোনো প্রকার মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে গত কয়েকদিনে ক্রিকেটার মোহাম্মদ শরিফুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেও তার এমন কোনো মন্তব্য কোথাও খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর নিশ্চিয়তার জন্য রিউমর স্ক্যানার এর পক্ষ থেকে ক্রিকেটার মোহাম্মদ শরিফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে মন্তব্যটিকে পুরোপুরি মিথ্যা এবং ভুয়া বলে নিশ্চিত করেন।
একই মন্তব্য ক্রিকেটার হাসান মাহমুদের নামে প্রচার
স্পোর্টস এক্স নামের পেজ থেকে ক্রিকেটার শরিফুল ইসলামের নামে “শেষ অনুশীলনের আগে স্যার অ্যালান ডোনাল্ড আমায় বলেছিলো, তোমাদের বোর্ডে অনেক পরিবর্তন দরকার” শীর্ষক ভুয়া মন্তব্যটি প্রচারের পর তা ভাইরাল হলে একই পেজ থেকে অনুরূপ মন্তব্যটি পরবর্তীতে বাংলাদেশের আরেক ক্রিকেটার হাসান মাহমুদের নামেও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে হাসান মাহমুদেরও এমন কোনো মন্তব্য কোথাও করার প্রমাণ পাওয়া যায়নি।
মূলত, বিসিবির সঙ্গে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চুক্তি এ মাসের শেষ দিকে শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই বিসিবির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বাংলাদেশকে অ্যালান ডোনাল্ড এর বিদায় বলার এ বিষয়ের পরিপ্রেক্ষিতে শেষ অনুশীলনের আগে অ্যালান ডোনাল্ডের বলা কথা দাবিতে ক্রিকেটার শরিফুল ইসলামের নামে ভুয়া এ মন্তব্য প্রচার করা হয়।
সুতরাং, ‘শেষ অনুশীলনের আগে স্যার (ডোনাল্ড) আমায় বলেছিলো, তোমাদের বোর্ডে অনেক পরিবর্তন দরকার – শরিফুল’ শীর্ষক মন্তব্যটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis
- Statement of Cricketer Shoriful Islam
|