schema:text
| - সম্প্রতি, নিউজিল্যান্ড ক্রিকেটার কেন উইলিয়ামসনকে উদ্ধৃত করে ‘আমি আমার ছেলেকে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার বানাতে চাই’ শীর্ষক একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
কিছু কিছু পোস্টে মন্তব্যটি তিনি ২০২০ সালের তামিম ইকবালের লাইভে করেছেন বলে দাবি করা হয়। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমি আমার ছেলেকে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার বানাতে চাই’ শীর্ষক মন্তব্য নিউজিল্যান্ড ক্রিকেটার কেন উইলিয়ামসন করেননি। ছড়িয়ে পড়া উক্তিটি ভিত্তিহীন বরং, কিছু কিছু পোস্টে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই এবং কিছু কিছু পোস্টে ২০২০ সালে তামিম ইকবালের লাইভে কেন উইলিয়ামসন মন্তব্যটি করেছেন বলে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে কেন উইলিয়ামসন এমন কোনো মন্তব্য করেছেন কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে তামিম ইকবালের ইউটিউব চ্যানেল ‘Tamim Iqbal’-এ ২০২০ সালের ২১ মে ‘#TI28 Tamim Iqbal Live with Kane Williamson’ শীর্ষক শিরোনামে তামিম ইকবালের লাইভে কেন উইলিয়ামসনের আলোচনার ভিডিও পাওয়া যায়।
তামিম ইকবাল ও কেন উইলিয়ামসনের উক্ত লাইভ আলোচনায় ‘আমি আমার ছেলেকে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার বানাতে চাই’ শীর্ষক মন্তব্য কেন উইলিয়ামসন করেছেন এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, করোনা মহামারির সময় মানুষকে কিছুটা বিনোদিত করতে, আতঙ্ক-ভয় থেকে মুক্ত রাখতে অনলাইনে নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করেছিলেন তামিম ইকবাল। তমিমের সেই আড্ডায় নিউজিল্যান্ড ক্রিকেটার কেন উইলিয়ামসন ছাড়াও ক্রিকেটের অনেক তারকা অংশগ্রহণ করেছিলেন।
সুতরাং, নিউজিল্যান্ড ক্রিকেটার কেন উইলিয়ামসন ‘আমি আমার ছেলেকে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার বানাতে চাই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Tamim Iqba: #TI28 Tamim Iqbal Live with Kane Williamson
- Rumor Scanner’s Own Analysis
|