গত ০৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘ওলামা-মাশায়েখদের ইসলামি মহাসম্মেলন’ এর আয়োজন করেন তাবলিগ জামাতের প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীরা, যারা নিজেদের ‘শুরায়ে নিজাম’ পরিচয় দিয়ে থাকেন। মহাসম্মেলনে যোগ দিতে হাজার হাজার তাবলিগ জামাত অনুসারী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন৷ সেদিনের সম্মেলনকে কেন্দ্র ইন্টারনেটে চলে আলোচনা-সমালোচনা, ভাইরাল হতে থাকে বিভিন্ন ছবি। এরই প্রেক্ষিতে ‘রমনা কালী মন্দিরের গেটে জোরপূর্বক ইসলামী ব্যানার লাগালেন তৌহিদি জনতা’ শীর্ষক শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়৷
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রমনা কালী মন্দিরের গেটে জোরপূর্বক ইসলামী ব্যানার লাগালেন তৌহিদি জনতা’ শীর্ষক শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যমুনা টিভির লোগো দেখতে পাওয়া যায়। তবে, ফটোকার্ডটি প্রকাশের তারিখের উল্লেখ পাওয়া যায়নি যা যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডে থাকে৷ তাছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়৷
এই বিষয়ে অধিকতর নিশ্চিত হতে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রচারিত ফটোকার্ড ও সংবাদগুলো পর্যালোচনা করা হয়, তবে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
যমুনা টিভি ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘রমনা কালী মন্দিরের গেটে জোরপূর্বক ইসলামী ব্যানার লাগালেন তৌহিদি জনতা’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna TV – Facebook Page
- Jamuna TV – Website
- Jamuna TV- YouTube
- Rumor Scanner’s Own Analysis