schema:text
| - Fact Check: সময় রায়নার এই ভিডিওটির সাম্প্রতিক ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ বিতর্কের কোনো সম্পর্ক নেই
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে এই দাবি মিথ্যা। এই ভিডিওটি 2023 এর। এই ক্লিপটির সাম্প্রতিক ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ কন্ট্রোভার্সির সঙ্গে কোনো সম্পর্ক নেই।
By: Pallavi Mishra
-
Published: ফেব্রু. 21, 2025 at 06:39 অপরাহ্ন
-
নতুন দিল্লি (বিশ্বাস নিউজ) : সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ নিয়ে সম্প্রতি অনেক বিতর্ক হয়েছে, যার পরে উনি ক্ষমা চেয়ে বলেছেন যে উনি শো -এর সমস্ত ভিডিও ইউটিউব থেকে সরিয়ে দিয়েছেন। এখন এই বিষয়টি নিয়ে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে, যাতে তাকে অভদ্র ভাষা ব্যবহার করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ব্যঙ্গাত্মকভাবে বলা হচ্ছে যে এটি সময়ের ক্ষমা চাওয়ার পদ্ধতি।
বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে এই দাবি মিথ্যা। এই ভিডিওটি 2023 এর। এই ক্লিপটির সাম্প্রতিক ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ কন্ট্রোভার্সির সঙ্গে কোনো সম্পর্ক নেই।
কী ভাইরাল হচ্ছে?
X ইউজার Piyush Raval 11 ফেব্রুয়ারী 2025 তারিখে ভাইরাল ভিডিওটি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, “ইন্ডিয়াজ গট লেটেন্ট বিতর্কের পরে সময় রায়না ক্ষমা চেয়ে ভিডিওটি প্রকাশ করেন” ভিডিওটিতে সময় রায়নাকে অভদ্র ভাষা ব্যবহার করতে দেখা যায়।
পোস্ট এর আর্কাইভ লিঙ্ক এখানে দেখুন।
তদন্ত
ভাইরাল ভিডিওটির স্ক্রিনশটগুলি গুগল লেন্সে সার্চ করার পর আমরা পেয়েছি যে এই সম্পূর্ণ ভিডিওটি KSHMR নামের ইউটিউব চ্যানেলে 2 নভেম্বর 2023 তারিখে আপলোড হয়েছিল। এখানে দেওয়া ডেসক্রিপশন অনুযায়ী এই ভিডিওটি করম অ্যালবাম লঞ্চ পার্টির ছিল। এখানে 10 মিনিটের ব্যবধানে সময় রায়নাকে ভাইরাল ক্লিপের কথাটি বলতে শোনা যাচ্ছে।
ক্লিপের এই অংশটি আমরা 2023-24 এর বেশ কয়েকটি মীমস এও পেয়েছি।
এই পর্যন্ত তদন্তে পরিষ্কার হয়ে যায় যে ভাইরাল ভিডিও 2023 এর, সাম্প্রতিক নয়।
আপনাদের জানিয়ে রাখি যে ইউটিউবার এবং কমেডিয়ান সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ এর একটি এপিসোডকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। শো চলাকালীন রণবীর এলাহাবাদিয়া একজন প্রতিযোগীকে মা-বাবার ব্যক্তিগত সম্পর্কের উপর আপত্তিজনক প্রশ্ন করেন, যা নিয়ে খুব আলোচনা হয়। এর ফলস্বরূপ, আসাম এবং মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যে তার এবং শোয়ের টিমের বিরুদ্ধে এফআইআর করা হয় এবং জাতীয় মানবাধিকার কমিশন দ্বারা ইউটিউবকে নোটিশ পাঠানোর পর এই এপিসোডটি সরিয়ে দেওয়া হয়।
এর পরে সময় রায়না ক্ষমা চেয়ে 12 ফেব্রুয়ারী একটি X এর পোস্টে লেখেন, “যা যা ঘটছে, সেসব সামলানো আমার জন্য খুব মুশকিল। আমি আমার চ্যানেল থেকে ইন্ডিয়াজ গট লেটেন্ট এর সমস্ত ভিডিও সরিয়ে দিয়েছি। আমার একমাত্র উদ্দেশ্য ছিল মানুষকে হাসানো এবং তাদের ভাল সময় দেওয়া। আমি সমস্ত এজেন্সির সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করবো, যাতে তাদের তদন্ত সুনিশ্চিতরূপে নিরপেক্ষ ভাবে হয়। ধন্যবাদ।”
আরো তথ্যের জন্য আমরা দৈনিক জাগরণের জন্য এন্টারটেইনমেন্ট বিভাগ কভার করা প্রধান প্রতিবেদক স্মিতা শ্রীবাস্তবের সঙ্গে যোগাযোগ করি। উনি আমাদের বলেন যে এই ক্লিপটি সাম্প্রতিক নয়, বরং 2023 এর, যখন একটি অ্যালবামের লঞ্চ পার্টি চলাকালীন রায়না পারফর্ম করেছিলেন এবং এই মন্তব্যগুলি করেছিলেন।
অবশেষে, আমরা X ইউজার Piyush Raval এর অ্যাকাউন্ট স্ক্যান করি, যিনি মিথ্যা দাবি সহ ভিডিওটি শেয়ার করেছিলেন। ইউজারের 18 জন ফলোয়ার্স।
উপসংহার: বিশ্বাস নিউজ নিজেদের তদন্তে পেয়েছে যে অভদ্র মন্তব্য করা সময় রায়নার এই ভিডিওটি সাম্প্রতিক “ইন্ডিয়াজ গট লেটেন্ট” বিতর্কের সঙ্গে জড়িত নয়। এই ভিডিওটি 2023 এর।
Claim Review : এটি সময় রায়নার ক্ষমা চাওয়ার পদ্ধতি।
-
Claimed By : X user Piyush Raval
-
Fact Check : False
-
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
|