৭৬ বছরের বৃদ্ধের সাথে ১২ বছরের মেয়ের বিয়ের দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৭৬ বছরের বৃদ্ধের সাথে ১২ বছরের মেয়ের বিয়ের ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং বিনোদনের উদ্দেশ্যে তৈরি স্ক্রিপ্টেড একটি ভিডিও বাস্তব ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে MB TV নামক ইউটিউব চ্যানেলে গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
তবে উক্ত ভিডিওর বিস্তারিত বিবরণীতে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে MB TV নামক ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে দেখা যায় এটি বিনোদনভিত্তিক কন্টেন্ট প্রকাশকারী একটি চ্যানেল। এই চ্যানেলে তারা বিভিন্ন বিনোদনধর্মী নাটিকা তৈরি করে প্রকাশ করে।
অনুসন্ধানে Mkd bd Tv নামক অন্য একটি ইউটিউব চ্যানেলে গত ১৯ নভেম্বর প্রকাশিত অন্য একটি ভিডিওতে থাকা নারীর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর নারীর চেহারার মিল পাওয়া যায়।
Mkd bd Tv নামের এই ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণে দেখা যায়, এটিও একটি বিনোদনধর্মী ইউটিউব চ্যানেল।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি একটি নাটিকা।
সুতরাং, ৭৬ বছরের বৃদ্ধের সাথে ১২ বছরের মেয়ের বিয়ের বাস্তব ঘটনা দাবিতে একটি অভিনিত ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- MB TV – Youtube Video
- Mkd bd Tv – Youtube Video