সম্প্রতি, সিডনি অপেরা হাউসের নিচের অর্থাৎ তলদেশের দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সিডনি অপেরা হাউসের তলদেশের নয় বরং, ‘Synthography Art’ নামক ফেসবুক পেজে প্রচারিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিটিতে ‘SA synthographyart.com’ লোগো দেখতে পাওয়া যায়।
উক্ত সূত্র ধরে ‘Synthography Art’ নামক একটি ফেসবুুক পেজে আলোচিত ছবিটি পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে ‘Underneath Sydney opera house.’ লেখা রয়েছে।
পেজটি পর্যবেক্ষণ করে এতে এআই দিয়ে বেশি কিছু ছবি খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে আলোচিত ছবিটির বিষয়ে জানতে ‘Synthography Art’ পেজের সাথে যোগাযোগ করা হলে রিউমর স্ক্যানারকে তারা জানায়, এই ছবিটি এআই দিয়ে তৈরি। এটি বাস্তব ছবি নয়। Synthography Art এটি তৈরি করেছে। এটি “Underneath…” নামে একটি দীর্ঘ চলমান এআই আর্ট সিরিজের অংশ। এছাড়াও তারা এআই দিয়ে তৈরি এমন আরও কিছু ছবি পাঠায়।
‘Synthography Art’ পেজ থেকে রিউমর স্ক্যানারকে ‘abc.net.au’ এর ওয়েবসাইটে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী ‘Under the Sydney Opera House is another unique structure — a ‘doughnut-shaped’ double helix car park’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের লিংক পাঠানো হয়।
প্রতিবেদনটিতে দেখানো ছবি এবং বর্ণনা অনুযায়ী সিডনি অপেরা হাউস কার পার্কের একটি স্থাপত্য অঙ্কন বা ডবল হেলিক্স ডিজাইন নকশার থেকে অনুপ্রাণিত হয়ে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি তৈরি করেন বলে প্রতীয়মান হয়েছে।
এই বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য, কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট হাইভ মডারেশনের সাহায্য নেওয়া হয়। ওয়েবসাইটির বিশ্লেষণে ভিডিওটি এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯% শতাংশ বলে ফলাফল দিয়েছে।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি ছবিকে সিডনি অপেরা হাউসের তলদেশের দশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Synthography Art: Facebook Post
- Statement: Synthography Art
- abc.net.au: Under the Sydney Opera House is another unique structure — a ‘doughnut-shaped’ double helix car park’
- Hive Moderation
- Rumor Scanner’s Own Analysis