schema:text
| - ভাইরাল ছবিতে সাম্প্রতিক হামলায় আহত সইফ আলি খানকে দেখা যায় না
বুম দেখে এই ছবিতে অভিনেতার এক পুরনো লুক ধরা পড়ে। দৃশ্যটি ২০১৯ সালের বলিউড সিনেমা 'লাল কাপ্তান'-এর শ্যুটিংয়ের সময়কার।
চোখের চারপাশে কালসিটে, মুখের বিভিন্ন অংশে ক্ষতসমেত বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) এক ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
শর্মিলা-পুত্রের উপর সাম্প্রতিক হামলার সাথে জুড়ে নেটাগরিকদের অনেকেই সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে ছবিটি সাম্প্রতিক নয়। ২০১৯ সালের বলিউড ছবি 'লাল কাপ্তান'-এর শ্যুটিংয়ের সময় এমন লুকে দেখা গিয়েছিল অভিনেতা সইফ আলি খানকে।
নিজের বাড়িতেই সম্প্রতি ধারাল অস্ত্র হামলার মুখোমুখি হন অভিনেতা সইফ আলি খান, পান গভীর চোট। সুশ্রষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে, সেখানেই অস্ত্রপ্রচার হয় তার। ডাক্তাররা জানিয়েছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। গোটা ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ।
ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মুম্বই পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে বান্দ্রা থানায় জিজ্ঞাসবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিকে লীলাবতী হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিনেতা দ্রুত সুস্থ হয়ে উঠছে। আইসিইউ থেকে বের করে তাকে জেনারেল কেবিনে দেওয়া হয়েছে। মা শর্মিলা ঠাকুর, বোন সোহা আলি খান, স্ত্রী করিনা কাপুর সহ পরিবারের অন্যান্য সদস্য আজ অভিনেতার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে ছবিটির উৎস যাচাই করতে তাকে গুগলে রিভার্স সার্চ করে ২০১৯ সালের ৭ অক্টোবর প্রকাশিত পাঞ্জাব কেশরীর এক হিন্দি প্রতিবেদন খুঁজে পায়।
ওই প্রতিবেদন অনুযায়ী, মেকআপের মাধ্যমে নিজের সেসময়কার সিনেমা 'লাল কাপ্তানে'র জন্য এমন লুক ফুটিয়ে তোলেন সইফ আলি খান।
পাঞ্জাব কেশরী ছাড়াও অন্যান্য সংবাদমাধ্যমও সইফ আলি খানের সেই লুকের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ছবিতে থাকা নাগা সাধুর চরিত্র ফুটিয়ে তুলতেই এমন বেশভূষা ধারণ করেন সইফ। তার এই লুকের সাথে অনেকে হলিউড সিনেমা 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে' অভিনেতা জনি ডেপের লুকের তুলনা করেছিলেন।
যদিও সইফের হেয়ার স্টাইলিস্ট এমন মিল নেহাতই কাকতালীয় বলে খণ্ডন করেন সেসময়।
প্রতিবেদন অনুযায়ী, লাল কাপ্তান সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালের ১৮ অক্টোবর। ওই ছবিতে সইফ ছাড়াও ছিলেন অভিনেত্ৰী সোনাক্ষি সিনহা, দীপক ডোব্রিয়াল প্রমুখ।
|