schema:text
| - সম্প্রতি, ‘অক্টোবরের মাঝামাঝি সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রফেসর ড.ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ওবামা ‘ শীর্ষক শিরোনাম সম্বলিত জাতীয় দৈনিক কালবেলার আদলে তৈরি একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট ( আর্কাইভ), পোস্ট ( আর্কাইভ) এবং পোস্ট ( আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘অক্টোবরের মাঝামাঝি সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রফেসর ড.ইউনূস।। মার্কিন প্রেসিডেন্ট ওবামা ‘শীর্ষক দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি এডিটেড। প্রকৃতপক্ষে জাতীয় দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে প্রকাশিত ‘ড.ইউনূসকে চিঠিতে যা লিখলেন ওবামা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের শিরোনাম এডিট করে উক্ত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে শুরুতে কালবেলার নামে প্রচারিত স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে এই সংবাদটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ২৭ আগস্ট ২০২৩।
দাবিটির সত্যতা যাচাইয়ে আলোচ্য স্ক্রিনশটটিতে দেওয়া তারিখ অনুযায়ী জাতীয় দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে গত ২৭ আগস্ট ‘ড.ইউনূসকে চিঠিতে যা লিখেছেন ওবামা‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, ‘গত ১৭ আগস্ট অর্থনীতিবিদ, শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড.মুহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ড.ইউনূস সেন্টার ২৭ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে।’
রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, জাতীয় দৈনিক কালবেলার শিরোনাম এডিট করে উক্ত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালবেলায় প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত তথ্যের সূত্র ধরে ড.ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৭ আগস্ট ‘President Obama’s letter to Professor Yunus‘ শিরোনাম সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
চিঠিতে বলা হয়, প্রিয় প্রফেসর ইউনূস, মানুষের পরিবার এবং সমাজকে দারিদ্র্যমুক্ত করে তাদের ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টা আমাকে দীর্ঘকাল অনুপ্রাণিত করছে। ২০০৯ সালে হোয়াইট হাউসে আপনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কর্মকাণ্ড লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনার কথা ভাবতে অনুপ্রাণিত করেছে।’ চিঠিতে আরো বলা হয়, ‘ আমি আশা করি এটা আপনাকে শক্তি জোগাবে যে, যাদের অনেকের সম্ভাবনাকে আপনি বিনিয়োগ করেছেন এবং আমরা যারা সবার জন্য অর্থনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করছি, আপনি তাদের ভাবনায় রয়েছেন। আমি আশা আপনার গুরুত্বপূর্ণ কাজ করার স্বাধীনতা অব্যাহত থাকবে।’
অর্থাৎ ড. ইউনূসকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট কোনো বিষয়ে কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতীয় দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামকে এডিট করে উক্ত দাবিতে স্ক্রিনশটটি প্রচার করা হচ্ছে।
এছাড়া,আলোচ্য বিষয়ে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে প্রকাশিত এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায় নি।
মূলত, অর্থনীতিবিদ, শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে গত ১৭ আগস্ট একটি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এই বিষয়ে দেশের জাতীয় দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে গত ২৭ আগস্ট ‘ড.ইউনূসকে চিঠিতে যা লিখেছেন বারাক ওবামা’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে উক্ত প্রতিবেদনের শিরোনাম এডিট করে ‘অক্টোবরের মাঝামাঝি সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রফেসর ড.ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ওবামা ‘শীর্ষক শিরোনামে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও ড.ইউনূস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হচ্ছেন দাবিতে কালবেলার সূত্রে ভুয়া তথ্য প্রচার করা হলে সেটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ‘অক্টোবরের মাঝামাঝি সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রফেসর ড.ইউনূস।। মার্কিন প্রেসিডেন্ট ওবামা ‘ শীর্ষক শিরোনামে দৈনিক কালবেলার আদলে প্রচারিত স্ক্রিনশটটি এডিটেড।
তথ্যসূত্র
- Kalbela Website : ড.ইউনূসকে চিঠিতে যা লিখেছেন ওবামা
- Yunus Centre : President Obama’s letter to Professor Yunus
- Rumor Scanner’s Own Analysis
|